Sunday, August 10, 2014

Quran Post 2014 8 C

1) যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের ব্যয়ের দৃষ্টান্তঃ


যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছেঃ যেমন একটি শস্যবীজ বপন করা হয় এবং তা থেকে সাতটি শীষ উৎপন্ন হয়, যার প্রত্যেকটি শীষে থাকে একশতটি করে শস্যকণা। এভাবে আল্লাহ‌ যাকে চান, তার কাজে প্রাচুর্য দান করেন। তিনি মুক্তহস্ত ও সর্বজ্ঞ। (আল বাকারাহঃ ২৬১)
2) #suicide ====> আত্মহত্যা / অন্যায্য জীব হত্যা - - -

وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا [٤:٢٩]
আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।

وَمَن يَفْعَلْ ذَٰلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا [٤:٣٠]
আর যে কেউ সীমালঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে, তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর পক্ষে খুবই সহজসাধ্য।
(সূরা নিসা - আয়াত ২৯-৩০)

আর ব্যয় কর আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন।

{সূরা বাকারাহ আয়াত ১৯৫}
3) #Hedayet
হে আমাদের পালনকর্তা ! হেদায়েত দানের পর আপনি আমাদের ( অপরাধের কারণে ) অন্তরকে বক্র করে দিবেন না এবং আপনার নিকট থেকে আমাদিগকে আপনার রহমত দান করেন । আপনি-ই সব কিছুর দাতা। -----------
সূরা আলে ইমরান -আয়াত ৮
4) মহান আল্লাহ বলেন: যারা আল্লাহকে ছেড়ে যাদের আরাধনা করে, তোমরা তাদেরকে মন্দ বলো না। তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞতাবশত: আল্লাহকে মন্দ বলবে। … (সূরা আনআম ১০৮)
5) সূরা আর-রূম :৩২
مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ
অর্থঃ যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লসিত।

No comments:

Post a Comment