Friday, August 8, 2014

Hadith Post 2014 8 D

1) ইসলামে কোন্‌ কাজটি সর্বোত্তম? 


আবু মুসা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, তাঁরা (সাহাবায়ে কিরাম) নাবী ﷺ-কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ্‌র রাসূল! ইসলামে কোন কাজটি সর্বোত্তম? তিনি বললেন “ যার জিহবা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে। (গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ), অধ্যায়ঃ [২] ঈমান (বিশ্বাস), হাদিস নাম্বারঃ ১১)
(মুসলিম ১/১৪, হাঃ৪২, আহমাদ ৬৭৬৫) (আঃপ্রঃ ১০, ইফাঃ ১০)
হাদিসের মানঃ সহিহ

2) আনসারদেরকে ভালোবাসা ঈমানের নিদর্শন।

আনাস (রাঃ) হতে বর্ণিত, নাবী ﷺ বলেছেনঃ আনসারদের ভালোবাসা ঈমানের নিদর্শন এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করা মুনাফিকির নিদর্শন। (গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ), অধ্যায়ঃ [২] ঈমান (বিশ্বাস), হাদিস নাম্বারঃ 17)
(৩৭৮৪; মুসলিম ১/৩৩ হাঃ৭৪, আহমাদ ১৩৬০৮) (আঃপ্রঃ ১৬, ইফাঃ ১৬)
হাদিসের মানঃ সহিহ

3) End Time ======>> 

হযরত আলী রা. থেকে বর্ণিত, মহানবী সা. বলেন, আমি অচিরেই লোকদের উপর এমন একটি সময় আসার আশংকা করছি, যখন কেবলমাত্র নাম ছাড়া ইসলামের আর কিছুই বাকি থাকবে না এবং কুরআনের লিখিত রূপটি ছাড়া তার বাস্তবায়ন থাকবে না। মসজিদগুলো চাকচিক্যে ভরপুর হলেও হিদায়াত থেকে বঞ্চিত হবে। ঐ সময়কার আলেমরা হবে আসমানের নিচে বিচরণকারী সর্বনিকৃষ্ট জীব। তাদের থেকেই বিভিন্ন ফিৎনা ছড়াবে এবং তারা নিজেরাও সেই ফিৎনায় আবর্তিত হবে।" (বায়হাকী, শুআবুল ঈমান, সহীহ)
4) ” যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে তখন তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হবে।” -----আল-হাদীস

5) কালিমার গুরুত্ব ====>>


হযরত হুযাইফা রাঃ হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল সাঃ ইরশাদ করেন, কাপড়ের কারুকার্য যেমন মুছে ও অস্পষ্ট হয়ে যায় তদ্রূপ ইসলামও এক সময় অস্পষ্ট হয়ে যাবে । এমনকি লোকেরা এটাও অবগত থাকবে না যে, রোজা কি জিনিস এবং হজ্জ কি জিনিস । একটি রাত আসবে যখন অন্তর সমূহ হতে কুরআন তুলে নেওয়া হবে, এবং জমীনের উপর তার একটি আয়াতও বাকী থাকবে না । বিক্ষিপ্ত ভাবে কিছু বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধ মহিলা বাকী থাকবে, যারা বলবে যে, আমরা আমাদের মুরুব্বীদের নিকট হতে এই কালিমা “লা ইলাহা ইল্লাল্লাহ“ শুনেছিলাম, এজন্য আমরা এ কালিমা পড়ে থাকি । হযরত হুজাইফা রাঃ –এর ছাত্র সিলাহ ইবনে যুফার জানতে চাইলেন, যখন তারা রোজা, সদকা, হজ্জ, সম্বন্ধে জানবে না, তখন শুধু এই কালিমা তাদের কি ফায়দা দিবে ? হযরত হুজাইফা রাঃ কোন জবাব দিলেন না । তিনি তিন বার একই প্রশ্ন করলেন । প্রতিবারেই হযরত হুযাইফা রাঃ জওয়াব দেওয়া হতে বিরত রইলেন । তৃতীয়বার (পীড়াপীড়ি) করার পর তিনি বললেন, “হে সিলাহ! এই কালিমা-ই তাদেরকে দোযখ হতে নাজাত প্রদান করবে ।
----------------------------------- আল-হাদীস (মুস্তাদরাক-এ-হাকিম)

No comments:

Post a Comment