ইসলামের বাণী
Islamic Quotes : Random Choice
বিবিধ চয়ন
1) ইমাম মালিক রাহঃ মৃত্যু শয্যায় থেকে বলেন,
ইবনে শিহাব তথা ইমাম যুহরীর নিকট অনেকবারই শুনেছি ---- মহান আল্লাহর শপথ ! যদি কোন ব্যক্তি কোন দ্বীনী ব্যাপারে আমার পরামর্শ চায় আর আমি দায়িত্বশীল পরামর্শ দাতার মত তার ব্যাপারে চিন্তা ভাবনা করার পর তাকে যথার্থ পথের সন্ধান দিতে পারি যাতে দ্বীনের ব্যাপারে তার শুদ্ধি লাভ ঘটে এবং আল্লাহ্ ও বান্দার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা কোনভাবে ক্ষুণ্ণ না হয়, তবে সেটাকে আমি একশতটি জিহাদ যাত্রার চাইতে উত্তম বিবেচনা করি যাতে স্বয়ং নবী করীম সাঃ -এর সাহচর্য জুটেছে । - - - - - - - - বুস্তানুল মুহাদ্দিসীন, পৃঃ ৩২-৩৩
2) তারতিলের সাথে কুরআন পাঠ ( Reciting the Quran with Tarteel ) ======>>
روى الحسن أن النبي صلى الله عليه وسلم , مر برجل يقرأ آية ويبكي , فقال : ( ألم تسمعوا إلى قول الله عز وجل : " ورتل القرآن ترتيلا " هذا الترتيل )
6) আহলে হাদীস ========== >
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যা যাকে গাইরে মুক্বাল্লিদরাও অনুসরণ করে থাকে, তিনি বলেনঃ
“ কেবল মাত্র হাদীস শ্রবণ, লিখন অথবা বর্ণনায় সীমাবদ্ধ ব্যক্তিদেরকেই “ আহলে হাদীস ” বলা হয় না বরং আমাদের নিকট “ আহলে হাদীস ” বলতে ঐ সমস্ত ব্যক্তিদের বুঝায় যারা হাদীস সংরক্ষণ, পর্যবেক্ষণ প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থ অনুধাবন করার যোগ্যতা সম্পন্ন এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থের অনুসারী হবে। ”
( নাক্বদুল মানতিকঃ পৃ – ১৮; কায়রো থেকে প্রকাশ ১৯৫১ ইং )
C/O, http://www.facebook.com/ishohagi
7) ইমাম জাফর সাদিক রাহঃ
ইমাম আবু হানিফা রাহঃ বর্ণনা করেন :
নিশ্চয়ই জনগণের মধ্যে সর্বজ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি যে, বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের জ্ঞানগত দৃষ্টিভঙ্গির উপর দক্ষতা ও আধিপত্য রাখে।
আর যেহেতু জাফর বিন মোহাম্মদ ( ইমাম জাফর সাদিক রাহঃ ) এ দক্ষতার অধিকারী, তাই তিনিই হচ্ছেন সর্বজ্ঞানী ব্যক্তি।
চেষ্টা করিও, আর পূণ্য যতই ক্ষুদ্র হোক,
তা আমল করার চেষ্টা করিও…
-ইমাম গাজ্জালী (রহ.)
অন্ধকার 5 প্রকার এবং তার বাতিও 5 প্রকার:
1/ দুনিয়াতে ভালবাসা একটি অন্ধকার, এর জন্য বাতি হচ্ছে- পরহেজগারী।
2/ গুনাহ করা একটি অন্ধকার, এর বাতি হল- তাওবা।
3/ কবর একটি অন্ধকার, এর বাতি হল- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
4/ আখিরাত একটি অন্ধকার, এর বাতি হল-নেক আমল।
5/ পুলছিরাত একটি অন্ধকার, এর বাতি হল-ইয়াক্বীন।
ইবনে শিহাব তথা ইমাম যুহরীর নিকট অনেকবারই শুনেছি ---- মহান আল্লাহর শপথ ! যদি কোন ব্যক্তি কোন দ্বীনী ব্যাপারে আমার পরামর্শ চায় আর আমি দায়িত্বশীল পরামর্শ দাতার মত তার ব্যাপারে চিন্তা ভাবনা করার পর তাকে যথার্থ পথের সন্ধান দিতে পারি যাতে দ্বীনের ব্যাপারে তার শুদ্ধি লাভ ঘটে এবং আল্লাহ্ ও বান্দার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা কোনভাবে ক্ষুণ্ণ না হয়, তবে সেটাকে আমি একশতটি জিহাদ যাত্রার চাইতে উত্তম বিবেচনা করি যাতে স্বয়ং নবী করীম সাঃ -এর সাহচর্য জুটেছে । - - - - - - - - বুস্তানুল মুহাদ্দিসীন, পৃঃ ৩২-৩৩
2) তারতিলের সাথে কুরআন পাঠ ( Reciting the Quran with Tarteel ) ======>>
روى الحسن أن النبي صلى الله عليه وسلم , مر برجل يقرأ آية ويبكي , فقال : ( ألم تسمعوا إلى قول الله عز وجل : " ورتل القرآن ترتيلا " هذا الترتيل )
আল-হাদীস ==>> ইমাম হাসান রাঃ হতে বর্ণিত , আল্লাহর রাসুল সাঃ একদা এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন যিনি কুরআন পাঠ করছিলেন আর কাঁদছিলেন । নবীজী সাঃ বললেন, তোমরা কি শোন নাই আল্লাহ যা বলেছেন --------
ورتل القرآن ترتيلا
"কুরআন পড় তারতিলের সাথে "এই হল তারতিলের সাথে কুরআন পাঠ ।
ورتل القرآن ترتيلا
"কুরআন পড় তারতিলের সাথে "এই হল তারতিলের সাথে কুরআন পাঠ ।
3 ) রাসুলের নবুয়ত ===>>
হুযুর (আলাইহিস সালাম) ইরশাদ করেন-
كُنْتُ نَبِيَّا وَ اَدَمُ بَيْنَ الْمَاءِ وَالطِّيْنِ
আমি তখনও নবী ছিলাম, যখন হযরত আদম (আঃ) পানি ও মাটির সাথে একীভূত ছিলেন ।]
4 ) এলেম ====>> “জ্ঞান হারিয়ে যাওয়ার আগেই তা অর্জন করো, আর জ্ঞান হারিয়ে যায় যখন আলেমগণ ইন্তেকাল করেন। তোমরা জানো না যে কখন তা তোমাদের কাজে লাগবে।”
---------------------------------------------- আব্দুল্লাহ বিন মাস’উদ (রাদিয়াল্লাহু আনহু)
5 ) আপনার বিয়ে =====>>
বোনদের জন্য একটি পোষ্ট :
_______________ ______
আপনার বিয়ে হতে পারে পৃথিবীর সবচে খারাপ
মানুষটির সাথে, যেমন আসিয়ার হয়েছিল
ফির'আউনের সাথে- কিন্তু এর ফলে আল্লাহর
প্রতি তার
বিশ্বস্ততা কিংবা ভালবাসা কোনটাই কমেনি।
আপনার বিয়ে হতে পারে পৃথিবীর সবচে ভাল
মানুষদের মধ্য থেকে কারো সাথে, যেমন
হয়েছিল লুত (আঃ) কিংবা নূহ(আঃ) এর স্ত্রীদের
- কিন্তু সেটা তাদেরকে জান্নাতে প্রবেশ
করাতে পারেনি।
আপনার কারো সাথে বিয়ে না ও হতে পারে,
যেমন হয়েছিল মরিয়ম (আঃ) এর ক্ষেত্রে কিন্তু
আল্লাহ্ পৃথিবীর যে কোন নারীর
চেয়ে ওনাকে উচ্চমর্যাদা দিয়েছেন।
মনে রাখবেন আপনার ভালবাসা এবং বিশ্বাসের
অধিকার সর্বপ্রথম আল্লাহ্ সুবহানাহুওাতালার।6) আহলে হাদীস ========== >
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যা যাকে গাইরে মুক্বাল্লিদরাও অনুসরণ করে থাকে, তিনি বলেনঃ
“ কেবল মাত্র হাদীস শ্রবণ, লিখন অথবা বর্ণনায় সীমাবদ্ধ ব্যক্তিদেরকেই “ আহলে হাদীস ” বলা হয় না বরং আমাদের নিকট “ আহলে হাদীস ” বলতে ঐ সমস্ত ব্যক্তিদের বুঝায় যারা হাদীস সংরক্ষণ, পর্যবেক্ষণ প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থ অনুধাবন করার যোগ্যতা সম্পন্ন এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থের অনুসারী হবে। ”
( নাক্বদুল মানতিকঃ পৃ – ১৮; কায়রো থেকে প্রকাশ ১৯৫১ ইং )
C/O, http://www.facebook.com/ishohagi
7) ইমাম জাফর সাদিক রাহঃ
ইমাম আবু হানিফা রাহঃ বর্ণনা করেন :
« ان اعلم الناس اعلمهم باختلاف الناس »
নিশ্চয়ই জনগণের মধ্যে সর্বজ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি যে, বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের জ্ঞানগত দৃষ্টিভঙ্গির উপর দক্ষতা ও আধিপত্য রাখে।
আর যেহেতু জাফর বিন মোহাম্মদ ( ইমাম জাফর সাদিক রাহঃ ) এ দক্ষতার অধিকারী, তাই তিনিই হচ্ছেন সর্বজ্ঞানী ব্যক্তি।
8) পাপ ====>>
পাপ যতই ক্ষুদ্র হোক তা থেকে দূরে থাকারচেষ্টা করিও, আর পূণ্য যতই ক্ষুদ্র হোক,
তা আমল করার চেষ্টা করিও…
-ইমাম গাজ্জালী (রহ.)
9) মুনাব্বিহাত ====>>
হাফেজ ইবনে হাজার আসক্বালানী (রহ.) মুনাব্বিহাত নামক গ্রন্থে হযরত আবূ বকর সিদ্দীক (রা:) থেকে বর্ণনা করেন,অন্ধকার 5 প্রকার এবং তার বাতিও 5 প্রকার:
1/ দুনিয়াতে ভালবাসা একটি অন্ধকার, এর জন্য বাতি হচ্ছে- পরহেজগারী।
2/ গুনাহ করা একটি অন্ধকার, এর বাতি হল- তাওবা।
3/ কবর একটি অন্ধকার, এর বাতি হল- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
4/ আখিরাত একটি অন্ধকার, এর বাতি হল-নেক আমল।
5/ পুলছিরাত একটি অন্ধকার, এর বাতি হল-ইয়াক্বীন।
No comments:
Post a Comment