দীনি জ্ঞান অর্জন করুনঃ
মু‘আয বিন জাবাল (রাঃ) বলেন, তোমরা জ্ঞানার্জন কর। কেননা
আল্লাহর উদ্দেশ্যে জ্ঞানার্জনের অর্থ তাঁকে ভয় করা।
জ্ঞানের আকাংখা করা ইবাদত।
জ্ঞান চর্চা করা হলো তাসবীহ।
জ্ঞানের অনুসন্ধান করা জিহাদ।
অজ্ঞ ব্যক্তিকে জ্ঞান দেওয়া ছাদাকা।
উপযুক্ত ক্ষেত্রে তা ব্যয় করা আল্লাহর নৈকট্য হাছিলের কারণ।
আর তা হালাল-হারাম জানার মানদন্ড,
একাকিত্বের বন্ধু,
নিঃসঙ্গতার সঙ্গী,
সুখ-দুঃখের ধ্রুবক,
চরিত্রের সৌন্দর্য,
অপরিচিতের সাথে পরিচিত হওয়ার মাধ্যম।
আল্লাহ জ্ঞানের দ্বারা মানুষকে এমন মর্যাদাবান করেন যা স্থায়ীভাবে তাকে অনুসরণীয় করে রাখে (আল-আজুরী, আখলাকুল ওলামা, পৃঃ ৩৪-৩৫)।
C/O, LINK
মু‘আয বিন জাবাল (রাঃ) বলেন, তোমরা জ্ঞানার্জন কর। কেননা
আল্লাহর উদ্দেশ্যে জ্ঞানার্জনের অর্থ তাঁকে ভয় করা।
জ্ঞানের আকাংখা করা ইবাদত।
জ্ঞান চর্চা করা হলো তাসবীহ।
জ্ঞানের অনুসন্ধান করা জিহাদ।
অজ্ঞ ব্যক্তিকে জ্ঞান দেওয়া ছাদাকা।
উপযুক্ত ক্ষেত্রে তা ব্যয় করা আল্লাহর নৈকট্য হাছিলের কারণ।
আর তা হালাল-হারাম জানার মানদন্ড,
একাকিত্বের বন্ধু,
নিঃসঙ্গতার সঙ্গী,
সুখ-দুঃখের ধ্রুবক,
চরিত্রের সৌন্দর্য,
অপরিচিতের সাথে পরিচিত হওয়ার মাধ্যম।
আল্লাহ জ্ঞানের দ্বারা মানুষকে এমন মর্যাদাবান করেন যা স্থায়ীভাবে তাকে অনুসরণীয় করে রাখে (আল-আজুরী, আখলাকুল ওলামা, পৃঃ ৩৪-৩৫)।
C/O, LINK
No comments:
Post a Comment