Friday, August 8, 2014

Hadith Post 2014 8 C

1) ‘আল্লাহ তা‘আলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলামুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব। আর যদি তা না কর, তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না।’ [তিরমিযী : ২৬৫৪; মুসনাদ আহমদ : ৮৬৮১; ইবন মাজা : ৪১০৭]

2) তবে মাথায় হাত রেখে দু'আ পড়ার একটি হাদিস বর্ণিত আছে-
‘আল-মু‘জামুল আওসাত পৃঃ ৪৫১ ত্বাবারাণী’ তে।
-এই হাদিসটি নিতান্তই দুর্বল। LINK
3) #marriage #বিবাহ ====>>

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
“যে ব্যক্তি কোন নারীকে বিবাহ করবে (কেবল) তার ক্ষমতার কারণে আল্লাহ তাআলা তার অসহায়ত্বই বৃদ্ধি করবেন। যে ব্যক্তি কোন নারীকে বিবাহ করবে তার সম্পদের লোভে, আল্লাহ তাআলা তার দারিদ্র্যই বৃদ্ধি করবেন, যে ব্যক্তি কোন নারীকে বিবাহ করবে তার বংশমর্যাদার কারণে আল্লাহ তাআলা তার হীনতাই বৃদ্ধি করবেন আর যে ব্যক্তি কোন নারীকে বিবাহ করবে নিজ দৃষ্টি সংযতকরণ, চরিত্রের হেফাযত ও আত্মীয়তা রক্ষার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার জন্য তার স্ত্রীকে এবং স্ত্রীর জন্য তাকে কল্যাণময় করবেন।”
(তবারানী, আলআওসাত, হাদীস : ২৩৪২)
4) ইবনে সাইয়াদ-ই দাজ্জাল - - - -

মিশকাতঃ হাদীস নং- ৫১৪৪ ==== >>
মুহাম্মাদ ইবনুল মুনকাদির বলেন, আমি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাঃ কে দেখেছি তিনি আল্লাহ্‌র কসম করে বলতেন যে, ইবনে সাইয়াদ-ই দাজ্জাল । তখন আমি বললাম, আপনি আল্লাহর কসম করে বলছেন ? ! জবাবে তিনি বললেন, আমি হযরত ওমর রাঃ কে এ সম্পর্কে রাসুল সাঃ এর সামনে কসম করে বলতে শুনেছি, অথচ রাসুল সাঃ এতে কোন আপত্তি করেন নি । ------ ( বুখারী ও মুসলিম )
5) রাসূল (সাঃ) বলেন : আল্লাহপাক সকল গুনাহের
শাস্তি যত দিন ইচ্ছা বিলম্বে করেন,
এমনকি তা কেয়ামত পযর্ন্ত বিলম্বিত করেন. কিন্তু
মা-বাবার সাথে অবাধ্যতার শাস্তি মৃত্যুর পূর্বেই
করে থাকেন। অর্থাৎ কিয়ামতের আগেই দুনিয়ার
জীবনেই তার শাস্তি শুরু হয়ে যায়।

No comments:

Post a Comment