Friday, August 8, 2014

Quran Post 2014 8 A

বিষয় ভিত্তিক কুরআনের আয়াত

1) Allah & His servants আল্লাহ যা অপছন্দ করেন 


وَلَا يَرْ ضَىٰ لِعِبَادِهِ الْكُفْرَ

এবং তিনি তাঁর বান্দাদের কাফের হয়ে পড়া পছন্দ করেন না। (সূরা যুমার আয়াত ৭)

2) Women in Islam
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَحِلُّ لَكُمْ أَن تَرِثُوا النِّسَاءَ كَرْهًا O you who believe it is not lawful for you to take a woman by force against her will. ----- Al-Quran 4-19
3) “যে ব্যক্তি লাইলাতুল কদর জেনে ঈমান ও সওয়াবের আশায় কিয়াম করবে, তার পাপ মোচন করা হবে”। [বুখারি: (৩৫), মুসলিম: (৭৬০)]
4) হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর (সূরা আহযাব ৪১)
 

5) ইহুদীরা বলেঃ আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। তাদেরই হাত বন্ধ হোক। একথা বলার জন্যে তাদের প্রতি অভিসম্পাত। বরং তাঁর উভয় হস্ত উম্মুক্ত। তিনি যেরূপ ইচ্ছা ব্যয় করেন। আপনার প্রতি পালনকর্তার পক্ষ থেকে যে কালাম অবর্তীণ হয়েছে, তার কারণে তাদের অনেকের অবাধ্যতা ও কুফর পরিবর্ধিত হবে। আমি তাদের পরস্পরের মধ্যে কেয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি। তারা যখনই যুদ্ধের আগুন প্রজ্জলিত করে, আল্লাহ তা নির্বাপিত করে দেন। তারা দেশে অশান্তি উৎপাদন করে বেড়ায়। আল্লাহ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না।
(সূরা আল মায়েদাহ আয়াত ৬৪)
6)  
 কুরআন বলেছে, ‘তারা বললো, হে শোয়ায়েব আপনার নামায কি আপনাকে শিক্ষা দেয় যে, আমরা ত্যাগ করি ঐসব উপাস্যকে যাদের উপাসনা করে আসছে আমাদের বাপ-দাদারা অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছামতো যা কিছু করে থাকি তা ত্যাগ করি? (সূরা হুদ, আয়াত ৮৭)।
এখানে হযরত শোয়ায়েব (আ:)-এর জাতির লোকেরা সম্পদকে তাদের নিজের
বলে মনে করছে এবং তারা সম্পদকে তাদের ইচ্ছামাফিক খরচ করতে পারে বলে দাবি করেছে। অথচ সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ। এখানে পুঁজিবাদের ধারণার মূলে কঠোর আঘাত হেনেছে ইসলাম। অর্থাৎ সম্পদ দেয়ার এবং তা ব্যবহারের পথ বাতলে দেয়ার মালিক আল্লাহ। আবার আল্লাহ সম্পদকে তাঁরই দেয়া সম্পদ বলে ঘোষণা করে সমাজবাদীদের সম্পদের ধারণাকেও নস্যাৎ করে দিয়েছেন। 



No comments:

Post a Comment