ভারত গুরু শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহল্ভী বলেন,
ফিক হী মতামতের তাৎপর্য সম্পর্কে অজ্ঞতা
===============================================
আমি দেখতে পেয়েছি, এদের (হানাফীদের) কিছু লোক মনে করে ফিকাহ ও ফতোয়ার গ্রন্থাবলীতে যতো টীকা টিপ্পনী ও ব্যাখ্যা বিশ্লেষন রয়েছে সব ই আবু হানীফা কিংবা সাহিবাইনের মতামত। মূল জিনিস ও তার তাখরীজের মধ্যে তারা কোন পার্থক্য করে না। "কারখীর ফাতোয়া অনুযায়ী বিষয়টি এরুপ" এবং "তোহাবীর ফাতোয়া অনুযায়ী এরুপ" - তারা যেনো এ ধরনের বাক্যগুলোকে অর্থহীন মনে করে। "আবু হানীফা এরুপ বলেছেন" এবং এটি আবু হানীফার মাযহাবের মত" তাদের দৃষ্টিতে এ দু'টি কথার মধ্যে কোনো পার্থক্য নেই।
আমি আরো দেখেছি, কিছু লোক মনে করে, আবু হানীফার মাযহাব সারাখসী প্রণীত মাবসুত এবং হিদায়া ও তিবঈন প্রভৃতি গ্রন্থাবলীতে ছড়িয়ে থাকা বিবাদমূলক বাহাছসমূহের উপর প্রতিষ্ঠিত। অথচ তারা জানে না যে, তার্কিক বাহাছের উপর তাঁর মাযহাব প্রতিষ্ঠিত নয়। তাদের মধ্যে এরুপ বাহাছের সুত্রপাত করে আসলে মুতাজিলারা। ফলে পরবর্তী লোকেরা ধারণা করে বসে, ফিক হী আলোচনার মধ্যে হয়তো এরুপ কথাবার্তার অবকাশ রয়েছে। তাছাড়া, এর ফলে শিক্ষার্থীদের মনমস্তিষ্কেও তর্কবাহাছের তীক্ষনতা স্থান করে নিয়েছে।
শুত্রঃ মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের উপায়।
লেখকঃশাহ ওয়ালীউল্লাহ দেহলভী
অনুবাদঃ আবদুস শহীদ নাসিম
প্রকাশনায়ঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার। LINK
ফিক হী মতামতের তাৎপর্য সম্পর্কে অজ্ঞতা
===============================================
আমি দেখতে পেয়েছি, এদের (হানাফীদের) কিছু লোক মনে করে ফিকাহ ও ফতোয়ার গ্রন্থাবলীতে যতো টীকা টিপ্পনী ও ব্যাখ্যা বিশ্লেষন রয়েছে সব ই আবু হানীফা কিংবা সাহিবাইনের মতামত। মূল জিনিস ও তার তাখরীজের মধ্যে তারা কোন পার্থক্য করে না। "কারখীর ফাতোয়া অনুযায়ী বিষয়টি এরুপ" এবং "তোহাবীর ফাতোয়া অনুযায়ী এরুপ" - তারা যেনো এ ধরনের বাক্যগুলোকে অর্থহীন মনে করে। "আবু হানীফা এরুপ বলেছেন" এবং এটি আবু হানীফার মাযহাবের মত" তাদের দৃষ্টিতে এ দু'টি কথার মধ্যে কোনো পার্থক্য নেই।
আমি আরো দেখেছি, কিছু লোক মনে করে, আবু হানীফার মাযহাব সারাখসী প্রণীত মাবসুত এবং হিদায়া ও তিবঈন প্রভৃতি গ্রন্থাবলীতে ছড়িয়ে থাকা বিবাদমূলক বাহাছসমূহের উপর প্রতিষ্ঠিত। অথচ তারা জানে না যে, তার্কিক বাহাছের উপর তাঁর মাযহাব প্রতিষ্ঠিত নয়। তাদের মধ্যে এরুপ বাহাছের সুত্রপাত করে আসলে মুতাজিলারা। ফলে পরবর্তী লোকেরা ধারণা করে বসে, ফিক হী আলোচনার মধ্যে হয়তো এরুপ কথাবার্তার অবকাশ রয়েছে। তাছাড়া, এর ফলে শিক্ষার্থীদের মনমস্তিষ্কেও তর্কবাহাছের তীক্ষনতা স্থান করে নিয়েছে।
শুত্রঃ মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের উপায়।
লেখকঃশাহ ওয়ালীউল্লাহ দেহলভী
অনুবাদঃ আবদুস শহীদ নাসিম
প্রকাশনায়ঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার। LINK
No comments:
Post a Comment