Source LINK
মহিলারা কি নামাজের ইমামতি করতে পারবে? মহিলার জন্য মহিলার ইমামতি বৈধ।
নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উম্মু
অরাকা (রাযিঃ) কে আদেশ করেন,
তিনি যেন তার বাড়ির সদস্যদের
ইমামতি করেন। [আবু দাঊদ, সালাত
অধ্যায়, অনুচ্ছেদঃ মহিলার
ইমামতি,নং ৫৯১, ইবনু
খুযায়মা বর্ণনাটিকে সহীহ
বলেছেন]
আয়েশা (রাযিঃ) হতে প্রমাণিত,
তিনি মহিলাদের ইমামতি করতেন
এবং লাইনের মাঝে দাঁড়াতেন।
[মুসান্নাফ আব্দুর
রাজ্জাক,নং৫০৭৬, দারাকুত্বনী/
বায়হাক্বী]
তবে তারা ইমামতির সময় পুরুষের
মত লাইন
থেকে আগে বেড়ে পৃথক
স্থানে দাঁড়াবে না;
বরং লাইনের মাঝেই অবস্থান
করতঃ ইমামতি করবে। এটা কিছু
সাহাবিয়ার আমল
দ্বারা প্রমাণিত। [আর রাওদা আন
নাদিয়্যাহ, সিদ্দীক হাসান
খাঁন,১/৩২২]
কিন্তু মহিলার জন্য বৈধ নয় যে,
তারা পুরুষের ইমামতি করবে।
[প্রাগুক্ত,৩১২-৩১৩] এ
বিষয়ে নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম এর আমল,
খুলাফায়ে রাশেদীনের আমল
এবং ধারাবাহিক মুসলিম উম্মার
আমলই বড় প্রমাণ, যে তাঁরা কেউ
মহিলাকে পুরুষের ইমাম নিযুক্ত
করেন নি আর না তাদের যুগে এমন
কোন নজীর ছিল।
নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ‘‘ঐ
সম্প্রদায় কখনো সফলকাম
হতে পারে না, যারা কোন
মহিলাকে তাদের বিষয়াদির
নেতা নিযুক্ত করে”। [বুখারী,
অধ্যায়ঃ মাগাযী, নং৪৪২৫]
যেহেতু ইমামতি এক প্রকারের
নেতৃত্ব, তাই তাদের এ
পদে নিযুক্ত করা অবৈধ। [দেখুন
শারহুল মুমতি,৪/২২২]
মহিলারা কি নামাজের ইমামতি করতে পারবে? মহিলার জন্য মহিলার ইমামতি বৈধ।
নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উম্মু
অরাকা (রাযিঃ) কে আদেশ করেন,
তিনি যেন তার বাড়ির সদস্যদের
ইমামতি করেন। [আবু দাঊদ, সালাত
অধ্যায়, অনুচ্ছেদঃ মহিলার
ইমামতি,নং ৫৯১, ইবনু
খুযায়মা বর্ণনাটিকে সহীহ
বলেছেন]
আয়েশা (রাযিঃ) হতে প্রমাণিত,
তিনি মহিলাদের ইমামতি করতেন
এবং লাইনের মাঝে দাঁড়াতেন।
[মুসান্নাফ আব্দুর
রাজ্জাক,নং৫০৭৬, দারাকুত্বনী/
বায়হাক্বী]
তবে তারা ইমামতির সময় পুরুষের
মত লাইন
থেকে আগে বেড়ে পৃথক
স্থানে দাঁড়াবে না;
বরং লাইনের মাঝেই অবস্থান
করতঃ ইমামতি করবে। এটা কিছু
সাহাবিয়ার আমল
দ্বারা প্রমাণিত। [আর রাওদা আন
নাদিয়্যাহ, সিদ্দীক হাসান
খাঁন,১/৩২২]
কিন্তু মহিলার জন্য বৈধ নয় যে,
তারা পুরুষের ইমামতি করবে।
[প্রাগুক্ত,৩১২-৩১৩] এ
বিষয়ে নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম এর আমল,
খুলাফায়ে রাশেদীনের আমল
এবং ধারাবাহিক মুসলিম উম্মার
আমলই বড় প্রমাণ, যে তাঁরা কেউ
মহিলাকে পুরুষের ইমাম নিযুক্ত
করেন নি আর না তাদের যুগে এমন
কোন নজীর ছিল।
নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ‘‘ঐ
সম্প্রদায় কখনো সফলকাম
হতে পারে না, যারা কোন
মহিলাকে তাদের বিষয়াদির
নেতা নিযুক্ত করে”। [বুখারী,
অধ্যায়ঃ মাগাযী, নং৪৪২৫]
যেহেতু ইমামতি এক প্রকারের
নেতৃত্ব, তাই তাদের এ
পদে নিযুক্ত করা অবৈধ। [দেখুন
শারহুল মুমতি,৪/২২২]
No comments:
Post a Comment