Friday, August 8, 2014

External LINKS 2014 8 D

1)  উল্কি ===>> 

“আল্লাহ্‌র অভিশাপ হোক সেই সব নারীদের উপর, যার দেহাঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং
যার উৎকীর্ণ করায় এবং সে সব নারীদের উপর, যারা ভ্রু চেঁছে সরু করে, যার সৌন্দর্যের মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা আল্লাহ্‌র সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে।” LINK

2) Black Magic ====>>


- - - - সে বলেঃ ‘যথেষ্ট হয়েছে। তোমার নিকট সবই চলে এসেছে। এখন তুমি যা বলবে তাই হবে।’ আমি পরীক্ষামূলকভাবেএকটি গমের দানা নিয়ে মাটিতে ফেলে দেই। অতঃপর বলিঃ ‘গাছ হও।’ ওটা গাছ হয়ে গেল। আমি বলিঃ ‘তোমাতে ডাল পাতা গজিয়ে যাক।’ তাই হয়ে গেল। তারপর বলিঃ ‘শুকিয়ে যাও।’ ডালপাতা শুকিয়ে গেল। অতঃপর বলিঃ ‘পৃথক পৃথকভাবে দানা দানা হয়ে যাও।’ ওটা তাই হয়ে গেল। তারপর আমি বলিঃ ‘শুকিয়ে যাও।’ ওটা শুকিয়ে গেল। অতঃপর বলিঃ ‘আটা হয়ে যাও।’ আটা হয়ে গেল। আমি বলিঃ ‘রুটি হয়ে যাও।’ রুটি হয়ে গেল। এটা দেখে আমি লজ্জিত হয়ে যাই এবং বে-ঈমান হয়ে যাওয়ার কারণে আমার খুবই দুঃখ হয়। - - - - LINK

3) বিচারপতি তাকি উসমানি =====>>


বর্তমান বিশ্বে যে অর্থনৈতিক মন্দা চলছে, তা তিন কারণে হচ্ছে।

১. بيع الدين বা ঋণের বিনিময়ে বিক্রয়

২. بيع ما لا يملك বা মালিকানাহীন বস্তুর বিক্রয়

৩. بيع ما لم يقبض বা যা হস্তগত নয় তার বিক্রয়

তিনোটাই হারাম। আর হারামের অনিবার্য পরিণতি হলো ক্ষতি; মন্দা।
C/O, http://yousufsultan.com/taqi-usmani-interest-based-transictions-are-the-only-reasons-for-global-crisis/

4) নাটোরে ৭ ঘণ্টা আগে নিজের জন্য খোঁড়া কবরেই সমাহিত হলেন আব্দুল জব্বার ! LINK 


5) হায়াতুন্নাবী সাঃ =====>>



Hayat al-Anbiya (عليه السلام) [Prophet's are Alive] =====>>

Qur'an States:

وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِن لاَّ تَشْعُرُونَ

And say not of those who are slain (martyred) in the way of Allah, “they are dead”, nay, they are living, though you perceive it not” [Surah al-Baqarah, 154]

Of course, it goes without saying that the position of the Prophets (عليه السلام) is above and beyond the status of those who are martyred in Allah's way. This, however, implicates that he (صلى الله عليه وسلم) is alive too.



Imam Ibn Hajar al-Asqalani (Allah have mercy on him) states in his monumental commentary of Sahih al-Bukhari, Fath al-Bari: "When the living of the martyrs is proven from the text of the Qur’an, then this is also proven from a analogical point of view. And the Prophets are superior then the martyrs" [Fath al-Bari, Volume 006: Page No. 379]

Qadi Shawkawni writes: "In the Qur'an it is mentioned that martyrs are alive and food is provided for them. The Prophets and righteous people are a lot higher in status than them so what will be their place? It has been proven through Ahadith that Prophets are alive in their graves. Both Imam at-Tirmidhi and Imam al-Bayhaqi have said that these are authentic Ahadith" [Nayl al-Awtar, Volume 003, Page No. 82] ======>
http://sunniforum.net/showthread.php?t=10 

No comments:

Post a Comment