Sunday, August 10, 2014

Hadith Post 2014 8 E

1) আবু হামযাহ্ আনাস বিন মালেক রাদিয়াল্লাহু 'আনহু-রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের খাদেম-হতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
"তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে।"
[বুখারীঃ ১৩, মুসলিমঃ ৪৫]

2)

«إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النُّبُوَّةِ إِذَا لَمْ تَسْتَحْيِ فَاصْنَعْ مَا شِئْتَ»
"What the people realize from the words of the prophecy is: If you have no shame, then do what you like
3) রিবার সংজ্ঞায় হযরত আলী (রা) বর্ণনা করেছেন যে, মহানবী (সা) বলেছেন, ‘যে ঋণ কোন মুনাফা টানে তাই রিবা (সুদ)।’ হযরত আলী (রা) বর্ণনা করেছেন যে, মহানবী (সা) বলেছেন, ‘লাভ (অতিরিক্ত) বহনকারী প্রত্যেক ঋণই রিবা।
4) জান্নাতী নারী ======>
আতা বিন আবি রাবাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) আমাকে বললেন, “আমি কি তোমাকে জান্নাতের একজন নারীকে দেখাবো? আমি বললাম, হ্যা। তিনি বললেন, “এই কালো মহিলাটি একদিন রাসুলুল্লাহ (সাঃ) এর কাছে এসে বললো, আমার মৃগী রোগ আছে এবং অজ্ঞান অবস্থায় আমার গায়ে কোনো কাপড় থাকেনা। দয়া করে আমার জন্য আল্লাহর কাছে দুয়া করুন। রাসুলুল্লাহ (সাঃ) তাকে বললেন, তুমি যদি চাও এই রোগের ব্যাপারে ধৈর্য ধরতে তাহলে এটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর তুমি যদি চাও তাহলে আমি তোমার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দুয়া করবো। মহিলাটি বললো, তাহলে আমি এই রোগের ব্যাপারে ধৈর্য ধরবো। কিন্তু অজ্ঞান অবস্থায় আমার গায়ে কোনো কাপড় থাকেনা। আমার জন্য দুয়া করুন, যাতে এইরকম না হয়। তখন রাসুলুল্লাহ (সাঃ) সেই দুয়া করলেন (যাতে করে তার গা থেকে কাপড় সড়ে না যায়)।
সহীহ আল-বুখারী ৭:৫৫৫।
5)

النبي صلى الله عليه وسلم حين قال : ( لاْ تُطْرُونِيْ كَمَا أُطرِيَ عِيْسَى ابْنُ مَرْيَمَ ، وَقُولُوْا عَبدُ اللهِ وَرَسُولُهُ ) رواه البخاري (6830) .

No comments:

Post a Comment