Thursday, July 24, 2014

ঈমান আনার পর কুফরী করলে তার প্রতিদান

Source LINK
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الإسْلامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
আর যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন গ্রহণ করতে চাইবে তবে তার কাছ থেকে তা কক্ষনো কবুল করা হবে না আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আলে-ইমরান, ৩/৮৫

كَيْفَ يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ الْبَيِّنَاتُ وَاللَّهُ لا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ 
কেমন করে আল্লাহ এমন লোকদেরকে হেদায়েত দিবেন যারা ঈমান আনার পরে কুফরী করে অথচ তারা রসূলকে সত্য বলে সাক্ষ্য দিল আর তাদের নিকট স্পষ্ট দলীল-প্রমাণ আসার পরও কুফরী করে আর আল্লাহ যালেম লোকদেরকে হেদায়েত দেন না। আলে-ইমরান, ৩/৮৬
أُولَئِكَ جَزَاؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللَّهِ وَالْمَلائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ خَالِدِينَ فِيهَا لا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلا هُمْ يُنْظَرُونَ
ঐসব লোক, তাদের প্রতিদান হল যে, তাদের উপর আল্লাহর ও ফেরেশতাদের আর সকল মানুষের লা‘নত। তারা সেখানে (জাহান্নামে) চিরস্থায়ী হবে, তাদের আযাব শিথিল করা হবে না আর তাদেরকে অবকাশও দেয়া হবে না। আলে-ইমরান, ৩/৮৭-৮৮
إِلا الَّذِينَ تَابُوا مِنْ بَعْدِ ذَلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ 
তবে তারা ছাড়া যারা এরপরে তওবা করেছে আর নিজেদেরকে সংশোধন করেছে নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। আলে-ইমরান, ৩/৮৯
إِنَّ الَّذِينَ كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُولَئِكَ هُمُ الضَّالُّونَ
নিশ্চয় যারা ঈমান আনার পরে কুফরী করেছে এরপর তাদের কুফরীকে বৃদ্ধি করেছে তাদের তওবা কক্ষনো কবুল করা হবে না আর তারাই পথভ্রষ্ট। আলে-ইমরান, ৩/৯০
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُقْبَلَ مِنْ أَحَدِهِمْ مِلْءُ الأرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ 
নিশ্চয় যারা কুফরী করেছে আর কাফের অবস্থায় মারা গেছে, যদি তাদের কেউ পৃথিবী-পূর্ণ স্বর্ণও বিনিময় স্বরূপ প্রদান করতে চায় তবুও কক্ষণো তা কবুল করা হবে না, ঐসব লোক, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, আর তাদের জন্য কোন সাহায্যকারী নেই। আলে-ইমরান, ৩/৯১

No comments:

Post a Comment