ইবনে সাইয়াদ-ই দাজ্জাল
মিশকাতঃ হাদীস নং- ৫১৪৪ ==== >>
মুহাম্মাদ ইবনুল মুনকাদির বলেন, আমি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাঃ কে দেখেছি তিনি আল্লাহ্র কসম করে বলতেন যে, ইবনে সাইয়াদ-ই দাজ্জাল । তখন আমি বললাম, আপনি আল্লাহর কসম করে বলছেন ? ! জবাবে তিনি বললেন, আমি হযরত ওমর রাঃ কে এ সম্পর্কে রাসুল সাঃ এর সামনে কসম করে বলতে শুনেছি, অথচ রাসুল সাঃ এতে কোন আপত্তি করেন নি । ------ ( বুখারী ও মুসলিম )
No comments:
Post a Comment