Thursday, June 26, 2014

"পাঁচ প্রকারের মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে না"

"পাঁচ প্রকারের মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে না"


হযরত মুহাম্মাদ বাকের (রহঃ) কে তার পিতা বিশেষভাবে যে অসিয়ত করেছিলেন তা সত্যিই অনুকরণীয়। তিনি বলেন আমার পিতা হযরত জয়নুল আবেদিন (রহঃ) আমাকে অসিয়ত করেন। পাঁচ প্রকার লোকের কাছে যেয়ো না, তাদের সাথে কথা বলো না। এমন কি পথ চলতে গিয়ে ঘটনাক্রমেও তাদের সাথে চলো না।

১. ফাসেক ব্যক্তি। কেননা সে এক লোকমা খাবার কিংবা তার চেয়েও কমমূল্যে তোমাকে বিক্রি করে দিবে।
আমি বললাম, এক লোকমা থেকে কমমূল্যে কিভাবে বিক্রি করবে?
তিনি বললেন এক লোকমা খাবারের আশ্বাস পেয়েই তোমাকে বিক্রি করে দিবে অথচ সেই লোকমাও তার ভাগ্যে জুটবে না।
২. কৃপণ ব্যক্তির কাছে যেয়ো না। কেননা সে তোমার বিশেষ প্রয়োজনের সময়ও তোমাকে এড়িয়ে চলবে।
৩. মিথ্যাবাদীর কাছে যেয়ো না। কেননা সে তোমাকে মরিচিকার মত প্রতারণায় ফেলে রাখবে দূরবর্তী জিনিসকে নিকটবর্তী বলে, আর নিকটবর্তী জিনিসকে দূরবর্তী বলে তোমাকে ধোঁকা দিবে।
৪. বোকা-নির্বোধদের নিকটবর্তী হয়ো না। কেননা সে তোমাকে উপকার করার চেষ্টা টিকই করবে, কিন্তু নির্বুদ্ধিতা হেতু তোমার অপকারই করবে।
প্রবাদ আছে- জ্ঞানী শত্রু বোকা বন্ধুর থেকে উত্তম,,
৫. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কাছেও যেয়ো না। কেননা আমি কুরআনের তিনস্থানে তাদের উপর আল্লাহ তা'য়ালার অভিসম্পাত অবতীর্ণ হওয়ার কথা পেয়েছি।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা আমাদের এ কথাগুলো মেনে চলার তাওফিক দান করুন। আমীন।।।

No comments:

Post a Comment