Monday, June 23, 2014

‘হক’ পন্থিদের দুনিয়া বিক্রি হয়ে যায় - - -

‘হক’ পন্থিদের দুনিয়া বিক্রি হয়ে যায়। আলেমের কি করে এত বন্ধু হয় ?

আপনি দীনি এলেমের জন্য মাদ্রাসায় পড়ুন দুনিয়ার কোন স্থানে ফিট হবেন না। আলেম হয়ে ‘হক’ কথা বলা আরম্ভ করুন মানুষ আপনাকে পছন্দ করবেনা। বক্তৃতার মঞ্চে তথাকথিত ‘হেকমত’ এর ব্যূহ ভেদ করে ‘হক’ কথা বলুন কেউ হজম করবেনা। বিয়ে করতে চাইলে শিক্ষিতা সুন্দরী ধনবতী কোন জুটির আশা করা ঠিক হবেনা। বাপ দাদায় রেখে না গেলে কোন সম্পদের মালিক হবেননা। ব্যবসা চাকুরী কোনটাই আপনার সাথে ফিট করবেনা। তীর্থের কাক গুলোর সাথে বন্ধুত্ব থাকবেনা। আত্মীয়ের সাথে সম্পর্ক ক্ষীণ হয়ে যাবে। নীজ পরিবারের লোক ও আপনাকে নিয়ে সুখ অনুভব করবেনা। অদৃশ্য আল্লাহ্‌ ছাড়া আপনার আর কেউ অবশিষ্ট থাকবেনা। এইটা এমন ব্যবসা যা মুমিন ছাড়া আর কেউ করতে পারেনা। আপনি সত্যিকার আলেম হলে এমন ব্যবসাই আপনাকে করতে হবে। এটা দুনিয়া দিয়ে আখেরাত কেনার ব্যবসা। এ ব্যবসার চুক্তি হয়েছে স্বয়ং আল্লাহ্‌ রাব্বুল আলামীন এর সাথে।
إِنَّ اللَّهَ اشْتَرَىٰ مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ – التوبة/111
মুমিনদের জন্যে জান্নাত তাই আল্লাহ্‌ তার জান মাল কিনে নিয়েছেন- তাওবাহ/১১১।
এ ব্যবসায় কি আপনার খুশী থাকা উচিৎ নয়? আপনি কি বলবেন না-
إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ- الأنعام/162 
অবশ্যই আমার নামাজ, আমার ইবাদাত, আমার জীবন, আমার মরণ সবই বিশ্ব প্রতিপালক আল্লাহ্‌র জন্যে- আন’আম/১৬২।
আপনি নবীর ওয়ারিশ। নবীগনের পথিকৃৎ কি আপনি অনুসরণ করবেন না?
وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون- الحجر/11 
এমন কোন নবী আসেন নাই যাকে নিয়ে লোকেরা ঠাট্টা করেনাই- আল হাজর/১১।
মানুষ তাদেরকে ভাল বাসেনি, তাদের কথায় কান দেয়নি। নবী সালেহ আঃ তাই বলেই ফেলেছিলেনঃ
يَا قَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّي وَنَصَحْتُ لَكُمْ وَلَٰكِنْ لَا تُحِبُّونَ النَّاصِحِينَ- الأعراف/79
হে আমার লোকেরা, তোমাদের কাছে আল্লাহ্‌র বানী হামেশাই পৌঁছে দিলাম এবং কতইনা উপদেশ দিলাম কিন্তু শেষটায় এটাই উপলব্ধি করলাম তোমরা উপদেশ দানকারীদেরকে পছন্দ করনা-(আ’রাফ/৭৯)।
يَأْتِي النَّبِيُّ وَمَعَهُ الرَّجُلُ وَالرَّجُلاَنِ ، وَيَأْتِي النَّبِيُّ وَلَيْسَ مَعَهُ أَحَدٌ- (البخاري، مسلم وترمذي)
রাসুল সঃ বলেনঃ আমার সামনে সকল জাতীকে উপস্থিত করা হোল। দেখলাম এক নবী তার সঙ্গে একজন বা দুই জন। দেখলাম আর এক নবী যার সাথে কেউ নেই!( বুখারী, মুসলিম, তীরমিজি)।
উপরের আয়াত ও হাদিস প্রমাণ করে যে যিনি প্রকৃত ‘হক’ পন্থী হবেন তার দুনিয়ে বিক্রি হয়ে গেছে। অথচ আলেম নামের অনেককেই দেখা যায় জন প্রিয় হওয়ার জন্য কি না করছেন? সকলকে খুশী করার যেন এক বিশেষ মিশনে নেমে পড়েছেন। মনে হয় যেন নবীদের চেয়ে বেশী হেকমত বুঝে ফেলেছেন।
সুফিয়ান সাউরি বলেছিলেনঃ যদি দেখ আলেমের অনেক বন্ধু তাহলে জেনে নিও সে আলেম নয়, বরং মুখাল্লেত। (অর্থাৎ মিকচার মেশিন যার ভিতরে ‘হক’ ও ‘বাতিল’ একসাথে মিশ্রিত হয়) উম্মতের এই ক্রান্তি লঘ্নে মিকচার মেশিন কাম্য নয়। LINK

No comments:

Post a Comment