Sunday, January 26, 2014

কন্যা সন্তানকে কখনই অবহেলা নয়

হযরত আয়েশা রা. বলেন যে, একদা এক মহিলা আমার নিকট এলো। তার সঙ্গে ছিল তার দুই কন্যা।
সে কিছু ভিক্ষা চাইল। তখন আমার কাছে একটি খেজুর ছাড়া কিছুই ছিল না। আমি তাকে তা-ই দিলাম। সে খেজুরটি উভয় কন্যার মাঝে ভাগ করে দিল এবং নিজে তা থেকে কিছুই খেল না। তারপর সে উঠে চলে গেল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রবেশ করলেন । আমি তাকে ঘটনাটি জানালাম । তখন নবী (সঃ) ইরশাদ করলেন : যে এই সমস্ত কন্যাদের ব্যাপারে কোন সমস্যায় পড়েছে, এই কন্যাগণ তার জাহান্নামের আগুন থেকে অন্তরায় হয়ে দাড়াবে ।  ------ [ বুখারী, মুসলিম ]

অন্য এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে—
হযরত আনাস রা. বলেন যে, রসূলুল্লাহ (স:) ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি দু'টি কন্যার বয়ঃপ্রাপ্ত হওয়া পর্যন্ত লালন-পালনের দ্বায়িত্ব পালন করবে , আমি ও সেই ব্যক্তি কিয়ামাতের দিন এ ভাবে একত্রে থাকবো। তিনি নিজের আঙ্গুলগুলো মিলিয়ে দেখালেন ( যে, এভাবে মিলিত থাকবো) । ------ [মুসলিম ]

তিরমিযী শরীফ -এর এক রেওয়ায়েতে দুই বোন লালন-পালনের বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে ।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উপরের হাদীসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন ।
Muslim baby girls in their Quranic Class


No comments:

Post a Comment