ইবনে আল-কায়্যিম রাহিমাহুল্লাহর লিখিত কিতাবগুলোর মাঝে "আল ফাওয়াঈদ" অন্যতম।
Dua |
আল ফাওয়াঈদ কিতাবয়ের ১৬১-১৬২ পৃষ্ঠায় তিনি বলেছেন :
এমন দশটি বিষয় রয়েছে যাতে কোনই উপকারিতা নেই
১. সেই জ্ঞান যা কাজে পরিণত করা হয় না।
২. সেই কাজ যাতে ইখলাস নেই এবং সত্যের উপর প্রতিষ্ঠিত নয়।
৩. সেই সম্পদ যা জমা করে রাখা হয় কিন্তু এর মালিক দুনিয়াতেও উপভোগ করতে পারে না, আবার আখিরাতেও কোন পুরষ্কার পায় না।
৪. সেই অন্তর যাতে আল্লাহর প্রতি ভালবাসা নেই; আল্লাহর নৈকট্য লাভের ইচ্ছা নেই।
৫. সেই শরীর যা আল্লাহকে মান্য করে না, আল্লাহর পথে চলে না।
৬. আল্লাহর প্রতি সেই ভালবাসা যাতে আল্লাহর সন্তুষ্টি চাওয়া হয় না।
৭. সেই সময় যা আল্লাহ তা‘আলার নৈকট্য লাভের উদ্দেশ্যে গুনাহের কাফ্ফারা আদায়ে (তাওবা) অথবা সওয়াবপূর্ণ কাজ করার সুযোগে ব্যয় হয় না
৮. সেই অন্তর যা এমন কিছু নিয়ে ভাবে যেগুলো কোন উপকারেই আসে না।
৯. তাদের সাহায্য করা যারা আল্লাহর পথে চলতে সহায়তা করে না, আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে না কিংবা জীবনে কোন উপকারে আসেনা।
১০. এমন কাউকে ভয় করা বা কারো নিকট আশা করা যে কিনা আল্লাহর কর্তৃত্বাধীনে বাস করে বেঁচে থাকে এবং যার তাকদীর আল্লাহ্'র হাতে; সে কোন উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, জীবন কিংবা মৃত্যু দিতে পারে না।
LINK
No comments:
Post a Comment