Source LINK ===>> এসো আললাহর পথে
মুখ মন্ডল ঢাকা কি হিজাব বা পর্দার অংশ নয় ???
হিজাবের আয়াত নাযিলের পর
আযওয়াজে মুতাহ্হারাত ও অন্যান্য
মহিলা সাহাবীদের যে কর্মপদ্ধতি ছিল
তা দ্বারাও এটা প্রমাণিত হয় যে, মহিলাদের
জন্য মুখমণ্ডল ঢাকা জরুরী। যখন এই আয়াত নাযিল
হয় :
‘আর মুমিন নারীদেরকে বল, তারা তাদের
দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের
হিফাযত করবে। আর যা সাধারণত প্রকাশ পায়
তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ
করবে না। তারা যেন তাদের
ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। আর
তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজদের
ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাই এর ছেলে,
বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত
যার মালিক হয়েছে, অধীনস্থ যৌনকামনামুক্ত পুরুষ
অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক
ছাড়া কারো কাছে নিজদের সৌন্দর্য প্রকাশ
না করে। আর তারা যেন নিজদের গোপন সৌন্দর্য
প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে।
হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট
তাওবা কর, যাতে তোমরা সফলকাম
হতে পার।’ {সূরা আন-নূর, আয়াত : ৩১}
তখন মহিলা সাহাবীদের আমল কী ছিল
তা আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের
প্রিয়তমা পত্নী আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহার
বর্ণনা থেকে। তিনি বলেন
‘আল্লাহ হিজরতকারী অগ্রবর্তী নারীদের ওপর
রহমত করুন। যখন তিনি নাযিল করলেন, ‘আর
তারা যেন তাদের বক্ষের ওপর ওড়না টেনে দেয়’
তখন তারা তাদের নিম্নাংশের কাপড়ের প্রান্ত
ছিঁড়ে ফেলেন
এবং তা দিয়ে ওড়না বানিয়ে নেন।’ [বুখারী :
৮৫৭৪]
আলোচ্য বর্ণনায় ‘ইখতামারনা’ শব্দটি এসেছে।
সহীহ বুখারীর ব্যাখ্যাকার হাফিয ইবন হাজার
‘আসকালানী রহ. ‘ইখতামারনা’ শব্দের
ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন,
‘গাত্তাইনা উজুহাহুন্না’।- অর্থাৎ তারা নিজেদের
মুখমণ্ডল ঢেকে রাখতেন। [ফাতহুল বারী :
৮/৩৪৭]
শুধু পবিত্র কুরআনের তাফসীর নয় চেহারা আবৃত
রাখার বিধান সহীহ হাদীস দ্বারাও প্রমাণিত।
আবদুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু ‘আনহু
থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন,
‘আর ইহরাম গ্রহণকারী নারী যেন নিকাব ও
হাতমোজা পরিধান না করে।’ [বুখারী : ১৮৩৮]
এই হাদীস থেকে বোঝা যায়, নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের যুগে মেয়েরা তাদের হাত
ও চেহারা ঢাকতেন। এ কারণে ইহরামের সময়
নেকাব ও দস্তানা না পরার আদেশ করতে হয়েছে।
আয়েশা রাদিআল্লাহু ‘আনহা হজ অবস্থায়
মহিলা সাহাবীদের পর্দার যে বিবরণ দিয়েছেন
তা থেকে অনুমান করা যায় পর্দা রক্ষায়
তাঁরা কতটা আন্তরিক ছিলেন। তাঁরা স্বাভাবিক
অবস্থায় তো বটেই ইহরাম অবস্থায় যখন মুখ
ঢাকতে নিষেধ করা হয়েছে সেখানেও পরপুরুষের
সামনে থেকে নিজেদের চেহারা আড়াল করেছেন।
আয়েশা রাদিআল্লাহু ‘আনহা বলেন,
‘আমরা ইহরাম অবস্থায় সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তখন
আরোহীরা আমাদের সঙ্গে পথ চলছিলেন। যখন
তারা আমাদের আড়াআড়ি হন, আমাদের
সঙ্গীনীরা তাদের বড় চাদর
মাথা থেকে চেহারায় ঝুলিয়ে দেন।
তারা আমাদের অতিক্রম করে চলে যাবার পরই
আমরা তা উন্মুক্ত করি।’ [আবূ দাঊদ : ৫৩৮১;
বাইহাকী : ৩৩৮৮]
ইফক-এর ঘটনা থেকেও আমরা মুখ ঢাকার প্রমাণ
সংগ্রহ করতে পারি। বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথে এক
স্থানে বিশ্রামের জন্য শিবির স্থাপন করেন। এই
সফরে আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহু রাসূলুল্লাহর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সঙ্গে ছিলেন। তিনি প্রকৃতির
ডাকে সাড়া দিতে শিবির থেকে বাইরে যান।
ফিরে এসে দেখেন শিবির গুটিয়ে কাফেলা চলার
ঘোষণা দেওয়া হয়েছে। এমতাবস্থায় তিনি লক্ষ্য
করেন তাঁর গলার হারটি কোথাও হারিয়ে গেছে।
যেখানে হারটি পড়ার সম্ভাবনা ছিল
তিনি সেখানে গেলেন এবং তালাশ করলেন, কিন্তু
পেলেন না। ফিরে এসে দেখলেন
কাফেলা চলে গেছে। তিনি সেখানেই বসে পড়েন।
এদিকে কাফেলার লোকেরা তাঁর
পাল্কিটি উষ্ট্রীর পিঠে রেখে দেন।
তারা ধারণা করেন, তিনি পাল্কির
মধ্যে বসা থাকলেন। ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহু
তখন যথেষ্ট শীর্ণকায় ও হালকা-পাতলা ছিলেন।
এ কারণে পাল্কিটি যারা উঠিয়ে ছিলেন
তারা বুঝতেই পারেন নি তিনি ভেতরে আছেন কি-
না। আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন,
আমি সেখানে বসে থাকতে থাকতে ঘুমে আমার চোখ
বন্ধ হয়ে যায়। সাফওয়ান ইবন মুওয়াত্তাল
রাদিয়াল্লাহু ‘আনহু ছিলেন কাফেলার
পশ্চাৎগামী ব্যক্তি। তিনি দেখেন এক
ব্যক্তি শুয়ে আছে।
নিকটে এসে দেখে আমাকে চিনতে পারেন। কারণ,
হিজাবের পূর্বে তিনি আমাকে দিখেছিলেন।
আমাকে শোয়া অবস্থায়
দেখতে পেয়ে তিনি জোরে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’
পাঠ করেন। সাফওয়ানের শব্দ
শুনে আমি উঠে বসি এবং খুব দ্রুত চাদর
মুড়ি দিই। আরেকটি বর্ণনায় এসেছে, আমি আমার
চাদর দ্বারা আমার মুখমণ্ডল ঢেকে ফেলি।
[বুখারী : ৪৪৭৩; মুসলিম : ২৭৭০]
আসমা’ বিনত আবী বাকর রাদিয়াল্লাহু
‘আনহা বলেন, আমরা পুরুষদের থেকে আমাদের
চেহারা আবৃত রাখতাম। [মুস্তাদরাক হাকেম :
১৬৬৪]
ফাতিমা বিনতুল মুনযির রহ. বলেন,
‘আমরা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু
‘আনহুমার সঙ্গে ইহরাম অবস্থায়
থাকাকালে আমাদের
চেহারা ঢেকে রাখতাম।’ [ইমাম মালেক,
মুয়াত্তা : ১/৩২৮; হাকিম, মুসতাদরাক : ১/৪৫৪]
এই বিবরণ থেকে জানা গেল, মুখমণ্ডলের পর্দার
বিষয়টি ইজমা’র ভিত্তিতে স্থিরকৃত হয়েছে।
কোনো মাযহাবের কোনো একজন উল্লেখযোগ্য ‘আলিম
এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন নি। শায়খ
ইবনে বায রাহ., শায়খ ইবনে উছাইমীন ও শায়খ
ইবনে জিবরীনও একই ফতোয়া দিয়েছেন। [দেখুন :
রিসালাতুন ফিল-হিজাবি ওয়াস-সুফূর : ১৯;
ফাতাওয়া উলামাইল বালাদিল হারাম : ১১৬৯]
মুফতী মুহাম্মদ শাফী ‘উছমানী রহ. লিখেছেন,
‘ইমাম চতুষ্টয়ের মধ্য থেকে ইমাম মালিক, ইমাম
শাফি’ঈ ও ইমাম আহমাদ ইবন হাম্বল রহ. তিনজনই
মুখমণ্ডল ও হাতের কবজি খোলা রাখার মোটেই
অনুমতি দেন নি- তা ফিতনার আশংকা থাকুক
বা না থাকুক। ইমাম আবূ হানীফা রহ. ফিতনার
আশংকা যদি না থাকে- এই শর্তে খোলা রাখার
কথা বলেন। কিন্তু স্বাভাবিকভাবে এই শর্ত পূরণ
হবার নয়, তাই হানাফী ফকীহগণ গায়র মাহরাম
পুরুষের সামনে মুখমণ্ডল ও হাতের
কবজি খোলা রাখার অনুমতি দেন নি।’ [মা‘আরিফুল
কুরআন : ৭/২১৪]
তেমনি এটাও সঙ্গত নয় যে, মহিলাদের
সারা শরীর ঢাকা থাকবে আর মুখমণ্ডল
থাকবে খোলা। অথচ মানুষের প্রথম দৃষ্টিটিই
পড়ে মুখের ওপর। তারপর সেখান থেকেই
অন্তরে খারাপ বাসনার সৃষ্টি হয়। পবিত্র
কুরআনে নারীদের হিজাব এবং তদসংক্রান্ত প্রায়
আটটি আয়াত আছে। সেগুলো থেকেও
একথা জানা যায়, শরীয়তের দাবী কেবল শরীর
ঢাকা নয়, বরং মুখমণ্ডল ঢাকাও জরুরী।
ওইসব আয়াতের সারকথা হলো,
নারীরা অতি প্রয়োজন ছাড়া নিজেদের ঘর
থেকে বাইরে বের হবে না। যদি তাদের নিতান্ত
প্রয়োজনে বাইরে বের হতে হয় তাহলে বড় ও
মোটা চাদর দিয়ে নিজেদের শরীর ঢেকে বের
হবে। পুরুষ নারীকে দেখবে না এবং নারীও
বিনা প্রয়োজনে পুরুষকে দেখবে না। নারীদের
কাছে যদি পুরুষদের কোনো জিনিস চাইতে হয়
তাহলে পর্দার আড়াল থেকে চাইবে। মহিলাদের
গায়র মাহরাম (বেগানা) পুরুষের
সঙ্গে কথা বলার প্রয়োজন হলে পর্দার আড়াল
থেকে বলবে, কণ্ঠস্বর কঠোর রাখবে, সুমিষ্ট
মোলায়েম স্বরে নয়। সাধারণ অবস্থায় মাহরাম
পুরুষের সামনেও মুখমণ্ডল হাত
এবং পা ছাড়া নিজেদের দেহের অন্য কোনো অঙ্গ
খোলা রাখবে না। [দেখুন, আল-আহযাবের
আয়াতসমূহ-৩২, ৫৩, ৮৯; আন-নূর-২৪, ৩০, ৩১, ৫৮,
৬০]
আধুনিককালের প্রখ্যাত আলিম ও ফকীহগণও একই মত
পোষণ করেন। পাক-হিন্দের আলিমদের কথা না হয়
বাদ দিন। কারণ, তাদের অধিকাংশই
হানাফী এবং তাদেরকে ফিকহ সংক্রান্ত
মাসআলা ও বিষয়সমূহে কট্টরপন্থি মনে করা হয়।
কিন্তু আরব বিশ্বের সমকালীন সকল আলিম ও
মুফতীদের মতও এই যে, মহিলাদের জন্য মুখমণ্ডল
ঢাকা একান্ত আবশ্যক। তাদের মধ্যে শায়খ আব্দুর
রহমান ইবন সাদী, মুহাম্মাদ ইবনু ইবরাহীম
আলে আশ-শায়খ, মুহাম্মাদ আল-আমীন আশ-শানকীতী,
শায়খ ‘আবদুল্লাহ ইবনু বায, শায়খ আবু বাকর
জাবির আল-জাযায়িরী, শায়খ মুহাম্মাদ ইবনু
গুনায়মীন, শায়খ আবদুল্লাহ ইবনু জুবরীন, শায়খ
সালিহ আল-ফাওযান, শায়খ বাকর ইবনু ‘আবদিল্লাহ
আবূ যায়েদ, মুহাম্মাদ ইবনু আহমাদ ইসমা’ঈল আল-
মাকদাম, আবূ, ইসহাক আল-হুওয়ায়তী,
মুসতাফা আল-‘আদাবী, মুহাম্মাদ হাসসান ও
আরো অনেকের নাম বিশেষ উল্লেখযোগ্য।
স্পষ্ট ব্যাখ্যা এবং ফকীহগণের চূড়ান্ত
ফাতওয়াসমূহ থাকার পরও কোনো ‘আলিম
নিকাবকে অস্বীকার করতে পারেন না। যারা মুখ
না ঢাকার ব্যাপারটি জোর করে সপ্রমাণ
করতে চান তারা খেয়াল করেন না যে, তাদের
এহেন মত পশ্চিমা ও তাদের ভাব শিষ্যদের
অতি পুলকিত করবে। তারা এই রায়কে ব্যবহার
করবে হাতিয়ার হিসেবে।
পরপুরুষের সামনে নারীর মুখমণ্ডল প্রদর্শন
বৈধতার পক্ষের প্রবক্তাগণ প্রমাণের জন্য
পূর্বোক্ত সূরা নূরের ৩১ নং আয়াত তুলে ধরেন।
তাদের বক্তব্য, ‘সাধারণত প্রকাশমান সৌন্দর্য’
এর ব্যাখ্যায় আবদুল্লাহ ইবন আব্বাস ও আবদুল্লাহ
ইবন মাসঊদ রাদিয়াল্লাহু
‘আনহুমা থেকে বর্ণনা করা হয় যে, এ
দ্বারা করতল ও চেহারা উদ্দেশ্য। অথচ আব্দুল্লাহ
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহুর
ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা। আর আব্দুল্লাহ ইবন
আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুর উদ্ধৃত উক্তি আলোচ্য
দাবীর ক্ষেত্রে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।
কেননা একাধিক সহীহ সনদে ইবন মাসউদ
রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হয়েছে যে,
আয়াতের আলোচ্য অংশ ‘ইল্লা মা যাহারা মিনহা’-
এর অর্থ ‘কাপড়’। [দেখুন, তাবারী, জামিউল
বায়ান : ১৭/২৫৬-২৫৮; ইবন আবী শাইবা, আল-
মুসান্নাফ : ৯/২৮০]
এ অংশের ব্যাখ্যায় প্রখ্যাত কুরআন
ব্যাখ্যাতা ইবন কাছীর রহ. বলেন, ‘আয়াতের
অর্থ, পরপুরুষের সামনে নারী তার কোনো ধরনের
সৌন্দর্য প্রকাশ করবে না। তবে যা আবৃত
রাখা সম্ভব নয় তার কথা আলাদা। এর দৃষ্টান্ত
দিয়ে ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু
বলেছেন,‘চাদর ও কাপড়।’ অর্থাৎ আরবের নারীগণ
যে বড় চাদরে তাদের পরনের কাপড় ঢেকে বের
হতেন এবং কাপড়ের নীচের অংশ, যা চলার সময়
চাদরের নীচ দিয়ে প্রকাশিত হয়ে যেত
তা যেহেতু ঢেকে রাখা সম্ভব নয় তাই
এতে কোনো দোষ নেই। [ইবন কাছীর : ৬/৪১]
‘হাসান বসরী, মুহাম্মাদ ইবনু সীরীন, ইবনুল
জাওযী, ইবরাহীম নাখায়ী প্রমুখ মনীষীও অনুরূপ
ব্যাখ্যা করেছেন।’ [তাফসীরুল কুরআনিল আযীম :
৩/৩১২]
পবিত্র কুরআনের শব্দ ও বাক্য, আলোচ্য বিষয়ের
হাদীস ও আছার এবং উসূলে ফিকহের নীতি ও
বিধান ইত্যাদি বিবেচনায় ইবন মাসউদ
রারাদিয়াল্লাহু ‘আনহুর ব্যাখ্যাই অগ্রগণ্য। কারণ
সূরা আল-আহযাবের ৫৯ নম্বর আয়াতে জিলবাবের
একাংশ চেহারার ওপর নামিয়ে মুখমণ্ডল আবৃত
রাখার আদেশ করা হয়েছে। তা সূরা নূরের আলোচ্য
আয়াতে ইবন মাসঊদ রাদিয়াল্লাহু ‘আনহুর
ব্যাখ্যাকেই প্রতিষ্ঠিত করে। তাছাড়া সহীহ
হাদীসসমূহে নারীদের চেহারা ঢেকে রাখার
যে নির্দেশ ও বিবরণ দেখা যায় তা-ও তাঁর
ব্যাখ্যাকে সমর্থন করে।
তদুপরি যারা মুখ খোলার পক্ষে বলেছেন প্রথমত
তাদের মতটি অগ্রাধিকারপ্রাপ্ত মত নয় আর
দ্বিতীয়ত তাঁরা সবাই এর জন্য নিরাপদ ও
ফিতনামুক্ত হওয়ার শর্ত জুড়ে দিয়েছেন। আর
বলাবাহুল্য যে বর্তমান যুগে ফিতনার বিস্তার
সর্বত্র। মানুষের মধ্যে দীনদারী ও
আল্লাহভীতি হ্রাস পেয়েছে। লজ্জা ও লজ্জাবনত
মানুষের সংখ্যা কমে গেছে। ফিতনার
প্রতি আহ্বানকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সাজসজ্জার নানা উপায় ও উপকরণ আবিষ্কৃত হওয়ায়
ফিতনার মাত্রা আরও বেড়ে গেছে।
আল্লাহ তা‘আলা আমাদের সব মুসলিম
বোনকে যথাযথভাবে পর্দা করার তাওফীক দান
করুন। আমীন।
No comments:
Post a Comment