Sunday, January 26, 2014

ভদ্রতার দশটি আলামত

ভদ্রতার দশটি আলামত
================
যে ব্যক্তি দশটি বিষয়ের উপর আমল করবে ,সে আল্লাহ তায়ালা এবং ফেরেশতাদের দৃষ্টিতে ভদ্র বলে বিবেচিত হবে। ইনশাআল্লহ ।  সেই দশটি বিষয় হলো -

কন্যা সন্তানকে কখনই অবহেলা নয়

হযরত আয়েশা রা. বলেন যে, একদা এক মহিলা আমার নিকট এলো। তার সঙ্গে ছিল তার দুই কন্যা।

Saturday, January 25, 2014

আমাদেরকে কি ফিতনা গ্রাস করছে ?

আমাদেরকে কি ফিতনা গ্রাস করছে ?

হযরত হুজায়ফা (রাঃ) বলেছেন,
“কেউ যদি জানতে ইচ্ছা করে যে, ফিতনা তাকে গ্রাস করছে কিনা, তাহলে তা বুঝবার উপায় আছে। সে লক্ষ্য করবে, ইতিপূর্বে যে বিষয়কে সে হারাম জানত, এখন তাকে হালাল ভাবতে শুরু করেছে কিনা। যদি এমনটি হয়, তাহলে ধরে নেবে, ফিতনা তাকে গ্রাস করে ফেলেছে। কিংবা যদি এমন হয় যে, ইতিপূর্বে একটি বিষয়কে হালাল জানত, এখন তাকে হারাম ভাবতে শুরু করেছে, তাহলেও বুঝবে, ফিতনা তাকে গ্রাস করেছে”। (মুসতাদরাকে হাকেম, খণ্ড ৪, পৃষ্ঠা ৫১৫)

Friday, January 24, 2014

এমন দশটি বিষয় রয়েছে যাতে কোনই উপকারিতা নেই


ইবনে আল-কায়্যিম রাহিমাহুল্লাহর লিখিত কিতাবগুলোর মাঝে "আল ফাওয়াঈদ" অন্যতম।

Zikr
Dua 




আল ফাওয়াঈদ কিতাবয়ের ১৬১-১৬২ পৃষ্ঠায় তিনি বলেছেন :
 এমন দশটি বিষয় রয়েছে যাতে কোনই উপকারিতা নেই

Thursday, January 23, 2014

Collective Dua after Salah


জামাতে ফরজ নামাজ আদায়ের পর সম্মিলিতভাবে মুনাজাত করা

  প্রদত্ত হাদীসের সু-সংহত ব্যাখ্যা দেখুন / শুনুন  

Wednesday, January 22, 2014

কালিমার গুরুত্ব

End Time Muslim Society
হাদীস গোপন করা 



কালিমার গুরুত্ব ====>>



হযরত হুযাইফা রাঃ হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল সাঃ ইরশাদ করেন, কাপড়ের কারুকার্য যেমন মুছে ও অস্পষ্ট হয়ে যায় তদ্রূপ ইসলামও এক সময় অস্পষ্ট হয়ে যাবে । এমনকি লোকেরা এটাও অবগত থাকবে না যে, রোজা কি জিনিস এবং হজ্জ কি জিনিস । একটি রাত আসবে যখন অন্তর সমূহ হতে কুরআন তুলে নেওয়া হবে, এবং জমীনের উপর তার একটি আয়াতও বাকী থাকবে না । বিক্ষিপ্ত ভাবে কিছু বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধ মহিলা বাকী থাকবে, যারা বলবে যে, আমরা আমাদের মুরুব্বীদের নিকট হতে এই কালিমা “লা ইলাহা ইল্লাল্লাহ“ শুনেছিলাম, এজন্য আমরা এ কালিমা পড়ে থাকি । হযরত হুজাইফা রাঃ –এর ছাত্র সিলাহ ইবনে যুফার জানতে চাইলেন, যখন তারা রোজা, সদকা, হজ্জ, সম্বন্ধে জানবে না, তখন শুধু এই কালিমা তাদের কি ফায়দা দিবে ? হযরত হুজাইফা রাঃ কোন জবাব দিলেন না । তিনি তিন বার একই প্রশ্ন করলেন । প্রতিবারেই হযরত হুযাইফা রাঃ জওয়াব দেওয়া হতে বিরত রইলেন । তৃতীয়বার (পীড়াপীড়ি) করার পর তিনি বললেন, “হে সিলাহ! এই কালিমা-ই তাদেরকে দোযখ হতে নাজাত প্রদান করবে ।

----------------------------------- আল-হাদীস (মুস্তাদরাক-এ-হাকিম)

Saturday, January 18, 2014

মুখ মন্ডল ঢাকা কি হিজাব বা পর্দার অংশ নয় ?


Source LINK ===>> এসো আললাহর পথে




মুখ মন্ডল ঢাকা কি হিজাব বা পর্দার অংশ নয় ???
 হিজাবের আয়াত নাযিলের পর
আযওয়াজে মুতাহ্হারাত ও অন্যান্য
মহিলা সাহাবীদের যে কর্মপদ্ধতি ছিল
তা দ্বারাও এটা প্রমাণিত হয় যে, মহিলাদের
জন্য মুখমণ্ডল ঢাকা জরুরী। যখন এই আয়াত নাযিল
হয় :

ফোনে মাসআলা জানার সময় //মাসিক আলকাউসার//

◕ ফোনে মাসআলা জানার সময় ◕



♦ হযরত মুফতী আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ দামাত বারাকাতুহুম
মোবাইল : ০১৭১১-৫২২৩৭৯
সময় : রাত ৮টা থেকে ১০টা ।

Friday, January 17, 2014

Wednesday, January 8, 2014

মুরতাদ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করার শাস্তি
লিখেছেন : মুফতী লুৎফুর রহমান ফরায়েজী