Thursday, February 20, 2014

দাজ্জাল

anti christ
দাজ্জাল
ইবনে সাইয়াদ-ই দাজ্জাল - - - - 

মিশকাতঃ হাদীস নং- ৫১৪৪ ==== >>
মুহাম্মাদ ইবনুল মুনকাদির বলেন, আমি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাঃ কে দেখেছি তিনি আল্লাহ্‌র কসম করে বলতেন যে, ইবনে সাইয়াদ-ই দাজ্জাল । তখন আমি বললাম, আপনি আল্লাহর কসম করে বলছেন ? ! জবাবে তিনি বললেন, আমি হযরত ওমর রাঃ কে এ সম্পর্কে রাসুল সাঃ এর সামনে কসম করে বলতে শুনেছি, অথচ রাসুল সাঃ এতে কোন আপত্তি করেন নি । ------ ( বুখারী ও মুসলিম ) LINK


দাজ্জালের আবির্ভাবের আগে - - - - - 


হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“দাজ্জালের আবির্ভাবের আগের কয়েকটি বছর হবে প্রতারণার বছর। এসময়টিতে সত্যবাদীকে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে। দুর্নীতিবাজকে আমানতদার আর আমানতদারকে দুর্নীতিবাজ মনে করা হবে। আর মানুষের মধ্যে থেকে ‘রুয়াইবিজা’ রা কথা বলবে”।
জিজ্ঞাসা করা হল, ‘রুয়াইবিজা’ কি জিনিস?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “অপরাধপ্রবণ লোকেরা জনসাধারণের বিষয়-আশয় নিয়ে কথা বলবে”।
[মুসনাদে আহমাদ, হাদিস নং ১৩৩২; মুসনাদে আবী ইয়া’লা, হাদিস নং ৩৭১৫]

No comments:

Post a Comment