Thursday, October 31, 2013

মাওলানা মতিউর রহমান মাদানী সাহেবের উপর আমার পর্যবেক্ষণ

Islam in  Peace TV Bangla

Preaching Islam in Peace TV Bangla 



ইদানিং জনাব মতিউর রহমান মাদানী সাহেবের ওয়াজ শোনা হল ( ৩১ শে অক্টোবর , ২০১২ )  -------- অডিও এবং ভিডিও তে । বাংলাদেশে নানা রকম বেদআত - শিরক এর বিরুদ্ধে তার বক্তব্য ধারাল । মনে মনে ভাবলাম ---- ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন কঠোরতার যৌক্তিকতা রয়েছে । পরে বেশ কিছু বিষয় আমার কাছে পছন্দ হল না। নীচে কয়েকটি আপত্তি উল্লেখ করছি ।
ক) তিনি বেনামাজী কে সরাসরি কাফের / মুরতাদ বলেছেন ।
Source : Audio No. 113 - Part-1, Tablig Jamat , @ 1hour 19 min 

খ) তিনি বেনামাজীর জবাই করা পশুর গোস্ত খাওয়া যাবে না বলেছেন ; তার হিসাবে বেনামাজী ব্যক্তি ইহুদী - খ্রিস্টানের চেয়েও খারাপ । ইহুদী - খ্রিস্টানের জবাই করা গোস্ত খাওয়া যাবে ।
Source : Audio No. 110 - Part-1, Rasul Shomporke Shothik Gan Hasil Kora 

গ) তার হিসাবে সব শেষে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মুসলমানটিও
নামাজী হবে । অর্থাৎ , সকল বেনামাজী - ই চিরকাল জাহান্নামে থাকবে ।
( নবী সাঃ এর শাফায়াতে কুবরা তাদের কোন কাজে আসবে না । ) 

তার ওয়াজের লিঙ্ক ==== >> LINK

No comments:

Post a Comment