Source LINK
মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র শান মুবারকের বিরোধিতা করেই কুচক্রী ব্রিটিশরা ১৯২৯ সালে বাল্যবিবাহ নিরোধ আইন প্রবর্তন করেছিলো। তাতে ইসলামবিদ্বেষী যালিম ব্রিটিশ বেনিয়াদের প্রণীত আইনে শাস্তির মেয়াদ ১ মাসের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানার বিধান ছিলো।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে (১৫/০৯/২০১৪ ঈসায়ী, রোজ- সোমবার শরীফ) ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪’-এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়। নতুন আইন অনুযায়ী, বাল্যবিবাহের অপরাধের জন্য সর্বোচ্চ সাজা হবে- দুই বছর জেল এবং জরিমানা হবে ৫০ হাজার টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই সাজা দেবে। নাঊযুবিল্লাহ!
অথচ সরকার প্রধানের পিতা-মাতার বিয়ে হয় বাল্য বয়সে। নিচে সেই ইতিহাসের কিছু অংশ বিশেষ এবং সূত্র দেয়া হলো- “১৯৩০ সালের ৮ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে ফজিলাতুন্নেছা জন্মগ্রহণ করেন। মাত্র তিন বছর বয়সে পিতা শেখ জহুরুল হক ও পাঁচ বছর বয়সে মাতা হোসনে আরা বেগমকে হারান তিনি। ১৯৩৮ সালে চাচাত ভাই (শেখ লুৎফর রহমানের পুত্র) শেখ মুজিবুর রহমানের সঙ্গে বেগম ফজিলাতুন্নেছার বিবাহ হয়। তখন মুজিবুরের বয়স ১৮ আর তার ৮। এই দম্পতির ঘরে দুই কন্যা এবং তিন পুত্রের জন্ম হয়। কন্যারা হলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। আর পুত্রদের নাম শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল। তিনজন পুত্রই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতে আততায়ীদের হাতে নিহত হন। সেই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার সময় ঘাতকরা পরিবারের অপরাপর সদস্যদের সঙ্গে বেগম মুজিবকেও নির্মমভাবে হত্যা করে।” (সূত্র: http://goo.gl/WmZASQ)
মানুষ তার জাত, সত্তা থেকে শিক্ষা নেবে। গ্রহণ করবে আদর্শকে। আর আমাদের আদর্শ হচ্ছেন প্রিয় নবীজি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। সুবহানাল্লাহ!
অথচ ব্রিটিশরা ১৯২৯ সালে বাল্যবিবাহ বিরোধী আইন পাস করেছিলো শুধুমাত্র নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাদের মধ্যে সম্মানিত বিয়েকে অবমাননা করার জন্যই। নাউযুবিল্লাহ!
এক্ষেত্রে আমাদের জানার বিষয় হচ্ছে, সরকারপ্রধানের অনুমোদনে ‘বাল্যবিবাহ নিরোধ আইন’-এর আওতায় অভিযুক্ত করে যদি উনার পিতা-মাতার বাল্য বয়সের বিয়েকে ধরা হয়, তাহলে সরকারপ্রধান কি এ অভিযোগের দরুন সম্মানিত হবেন এবং মনে কষ্ট পাবেন না?
অথবা সরকারপ্রধান কি এটাই বলতে চান, উনার পিতা অর্থাৎ বঙ্গবন্ধু যা করেছেন, যেভাবে বাল্য বিয়ে করেছেন সেটা সঠিক করেননি। নাউযুবিল্লাহ!
বরং বঙ্গবন্ধু শরীয়ত মুতাবিক কাজই করেছেন।
এখন সরকারপ্রধানের সমীপে আমাদের বলার বিষয় হলো-
(১) ৯৭ ভাগ মুসলমান দেশের সরকারপ্রধান হয়ে এবং একজন মুসলমান হয়ে আপনি এ কাজ করতে পারেন কি?
(২) দেশের জনগণের মতামত না নিয়ে সরকার হিসেবে একাজ করতে পারেন কি?
(৩) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের বাইরে বর্তমান সরকার কথা বলতে পারে কি?
(৪) একজন মুসলমান সরকার নিজস্ব জাত, সত্তা, ঐতিহ্য বজায় না রেখে মুসলিম সমাজ বহির্ভূত কাজের অনুমোদন দিতে পারে কি?
মহান আল্লাহ পাক তিনি এ বিষয়ে ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না; যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।” (পবিত্র সূরা রা’দ শরীফ : পবিত্র আয়াত শরীফ ১১)
সুতরাং সারা দেশবাসী এখন সরকারের কাছ থেকে জানতে চায়-
(১) সরকার কি আমাদের সত্তা পবিত্র দ্বীন ইসলাম উনাকে প্রাধান্য দিবে, নাকি বাতিল ধর্মের অনুসরণ করবে? নাউযুবিল্লাহ!
(২) বর্তমান সরকার প্রিয় নবীজি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুহব্বত করে ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ বাতিল করবে, নাকি ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ বহাল রাখবে?
(৩) আমরা মুসলিম জাতি। এই মুসলমানিত্ব (বা মুসলিম জাতির গৌরব) দুনিয়ার বুকে তুলে ধরবে, নাকি মুসলিম জাতি হিসেবে আমাদের অপমান করবে? নাউযুবিল্লাহ!
অতএব, মহান আল্লাহ পাক উনার নির্দেশ মুতাবিক যদি সরকার চলতে পারে, তাহলে এ বাঙালি মুসলিম জাতির সাফল্য সম্ভাবনার দোরগোড়ায়। আমাদের অনুরোধ- দেশের সরকারপ্রধান হিসেবে এ মুসলিম জাতির সম্মান রাখতে চেষ্টা করুন।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন- “আর মানুষ যা চেষ্টা-কোশেশ করে তাই পায়।” (পবিত্র সূরা নজম শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩৯)
আর তাই আমরা অবিলম্বেই আশা করতে পারি- সরকার অবশ্যই শরীয়ত মুতাবিক ফায়ছালা দিবে। পবিত্র শরীয়ত উনার সীমালঙ্ঘন করবে না। ইনশাআল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি সরকারকে, আমাদেরকে এবং সারা দেশবাসীকে সমস্ত শরীয়তবিরোধী কাজ থেকে হিফাযত করুন। আমীন।
------------------------------------------------------
N.B. #Sex ....... #Pregnancy .......
Teen Birth Rate by Country ====>>
..... the U.S. has much higher teen birth rates than other western,
industrialized countries and it doesn’t stop there– teen pregnancy and abortion rates are also much higher in the U.S......
No comments:
Post a Comment