1) চোখের পানি ধরে রাখি কি করে এমন শাসক পাবো কি করে............
হযরত উমর (রা) এর খিলাফতের প্রথম দিকে হযরত আবু উবাইদা বায়তুলমাল দেখাশুনা করতেন। ঈদের আগের দিন খলীফার স্ত্রী বললেন, 'আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে'।
খলীফা বললেন, 'আমার নতুন কাপড় কেনার সামর্থ্য নেই'।
খলীফা পত্নী উম্মে কুলসুম খলীফার আগামী মাসের বেতন থেকে অগ্রিম নেয়ার জন্য তাঁকে অনুরোধ করলেন।
খলীফা উমর (রা) হযরত আবু উবাইদাকে খলীফার একমাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।
সমগ্র মুসলিম জাহানের খলীফা যিনি, যিনি অর্ধপৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পাঠ করে হযরত আবু উবাইদার চোখে পানি এসে গেল।
উম্মতের আমীন হযরত আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে সিদ্ধান্ত চেয়ে চিঠি লিখলেন, 'আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।
- প্রথমত আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?
- দ্বিতীয়ত, বেঁচে থাকলেও মুসলমানেরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?'
চিঠি পাঠ করে হযরত উমর এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো।
আর হাত তুলে হযরত আবু উবাইদারজন্য দোয়া করলেন, 'আল্লাহ আবু উবাইদার উপর রহম কর, তাঁকে হায়াত দাও'।
স্বয়ং রাসুলুল্লাহ (সা) বলেছেন, 'প্রত্যেক জাতির একজনবিশ্বস্ত ব্যক্তি আছেন, আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ'।
- Istiaque Hossain
2) Yusuf al-Qaradawi =====>>
“disagreement based on LEGITIMATE IJTIHAD which does not create DISCORD or DISUNITY is a BLESSING for the UMMAH and an enrichment of ISLAMIC JURISPRUDENCE. Objective disagreement in itself poses no threat if it is coupled with TOLERANCE and is free of FANATICISM, ACCUSATIONS, and NARROW-MINDEDNESS.”
― Yusuf al-Qaradawi, Islamic Awakening Between Rejection and Extremism
3) “Fear the prayer of the oppressed.”
4) “নাফসের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে তাকে অমান্য করা”।
5) তাবেয়ী ইবনে সিরিন (রহঃ) বলেছেন,
إنَّ هذا العلم دين ؛ فانظروا عمَّن تأخذون دينكم
“নিশ্চয় এই ইলম দ্বীনের অন্তর্ভূক্ত। সুতরাং লক্ষ্য রেখো! কার নিকট থেকে তুমি তোমার দ্বীন গ্রহণ করছো”
6) Imam al-Qushayri, May Allah have Mercy upon him, relates in his Risalah on the authority of Abu Sa'id al-Kharraz, May Allah have Mercy upon him, who said,
"I saw the Prophet, Peace and Blessings of Allah be upon him, in a dream and I said to him:
'Forgive me, O Messenger of Allah, for my love of Allah has preoccupied me from loving you!'
The Prophet, Peace and Blessings of Allah be upon him, then responded:
'O shortsighted one! Is love for Allah anything besides love for me too?'"
7) Life ====>> Young vs Old ===>>
“One of the scholars who lived beyond the age of one hundred years and enjoyed good strength and reasoning jumped up in a lively manner one day, and was asked about that. He said: ‘I kept these physical faculties from sin when i was young, and Allah has preserved them for me now that I am old.’ The opposite also applies. One of the Salaf saw an old man begging from people and said: ‘ This is a weak man who ignored Allah when he was young. So, Allah is ignoring him now that he has grown old.'”- Ibn Rajab al Hanbali (may Allah have mercy on him)
4) “নাফসের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে তাকে অমান্য করা”।
5) তাবেয়ী ইবনে সিরিন (রহঃ) বলেছেন,
إنَّ هذا العلم دين ؛ فانظروا عمَّن تأخذون دينكم
“নিশ্চয় এই ইলম দ্বীনের অন্তর্ভূক্ত। সুতরাং লক্ষ্য রেখো! কার নিকট থেকে তুমি তোমার দ্বীন গ্রহণ করছো”
6) Imam al-Qushayri, May Allah have Mercy upon him, relates in his Risalah on the authority of Abu Sa'id al-Kharraz, May Allah have Mercy upon him, who said,
"I saw the Prophet, Peace and Blessings of Allah be upon him, in a dream and I said to him:
'Forgive me, O Messenger of Allah, for my love of Allah has preoccupied me from loving you!'
The Prophet, Peace and Blessings of Allah be upon him, then responded:
'O shortsighted one! Is love for Allah anything besides love for me too?'"
7) Life ====>> Young vs Old ===>>
“One of the scholars who lived beyond the age of one hundred years and enjoyed good strength and reasoning jumped up in a lively manner one day, and was asked about that. He said: ‘I kept these physical faculties from sin when i was young, and Allah has preserved them for me now that I am old.’ The opposite also applies. One of the Salaf saw an old man begging from people and said: ‘ This is a weak man who ignored Allah when he was young. So, Allah is ignoring him now that he has grown old.'”- Ibn Rajab al Hanbali (may Allah have mercy on him)
No comments:
Post a Comment