যেসব উলামায়ে সূ
বা ধর্মব্যবসায়ী ওলামারা শাসকগোষ্ঠীর
সাথে ওঠাবসা করে এবং তাদের তল্পিবাহক হয়
তারা দোযখে যাবে। শুধু তাই নয়, তারা এমন
একটি জায়গায় যাবে, যার ভয়াবহতার
কারণে জাহান্নামও তার কাছ থেকে দৈনিক
চারশত বার পানাহ চায়।
ﻋﻦ ﺍﺑﻰ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﻗﺎﻝ
ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺗﻌﻮﺫﻭﺍ ﺑﺎﻟﻠﻪ ﻣﻦ
ﺟﺐ ﺍﻟﺤﺰﻥ ﻗﺎﻟﻮﺍ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻭﻣﺎ ﺟﺐ ﺍﻟﺤﺰﻥ ﻗﺎﻝ
ﻭﺍﺩ ﻓﻰ ﺟﻬﻨﻢ ﻳﺘﻌﻮﺫ ﻣﻨﻪ ﺟﻬﻨﻢ ﻛﻞ ﻳﻮﻡ ﺍﺭﺑﻊ ﻣﺎﺋﺔ
ﻣﺮﺓ ﻗﻴﻞ ﻳﺎﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻭﻣﻦ ﻳﺪﺧﻠﻬﺎ ﻗﺎﻝ ﺍﻟﻘﺮﺍﺀ
ﺍﻟﻤﺮﺍﺋﻮﻥ ﺑﺎﻋﻤﺎﻟﻬﻢ ﻭﻓﻰ ﺭﻭﺍﻳﺔ ﺍﺧﺮﻯ ﻭﺍﻥ ﻣﻦ ﺍﺑﻐﺾ
ﺍﻟﻘﺮﺍﺀ ﺍﻟﻰ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﺍﻟﺬﻳﻦ ﻳﺰﻭﺭﻭﻥ ﺍﻻﻣﺮﺍﺀ .
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু
তায়ালা আনহু বর্ণনা করেন, একবার হাবীবুল্লাহ
হুযূর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
বললেন, তোমরা ‘জুব্বুল হুযন’ হতে আল্লাহ
তায়ালার নিকট পানাহ চাও। ছাহাবায়ে কিরাম
রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ
জিজ্ঞাসা করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম! ‘জুব্বুল হুযন কি?
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বললেন, জাহান্নামের
মধ্যে একটি উপত্যকা যা হতে (জাহান্নামের
অধিবাসী তো দূরের কথা) স্বয়ং জাহান্নামও
দৈনিক চার শতবার পানাহ চেয়ে থাকে।
ছাহাবায়ে কিরামগণ পুনরায় জিজ্ঞাসা করলেন,
ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম! তাতে কারা প্রবেশ
করবে? তিনি বললেন, ক্বারী-হাফিয-মা
ওলানা যারা লোক দেখানো আমল করে থাকে।
এদের মধ্যে আবার তারাই আল্লাহ তায়ালার
নিকট সর্বাপেক্ষা ঘৃণিত, যারা আমীর-
উমারাদের সাথে মেলামেশা করে থাকে।
(তিরমিযী শরীফ, ইবনে মাজাহ)
ONLINE Collection
No comments:
Post a Comment