Sunday, March 30, 2014

Dua 10

1)


আপনি কি চান আল্লাহ আপনার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিবেন?


আলী (রাঃ) থেকে বর্ণিত, একজন ‘মুকাতিব’ (লিখিত চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পরিমান অর্থ দিতে প্রতিশ্রুতিবদ্ধ কৃতদাস) তাঁর নিকট এসে নিবেদন করল, ‘আমি আমার নির্ধারিত অর্থ দিতে অপারগ, অতএব আপনি আমাকে সাহায্য করুন।’ (এ কথা শুনে) তিনি বললেন, ‘তোমাকে কি এমন দুআ শিখিয়ে দিব না, যা রাসুলুল্লাহ (সাঃ) আমাকে শিখিয়েছিলেন? যদি তোমার উপর পর্বত সমপরিমান ঋণও থাকে, তাহলে আল্লাহ তা’আলা তোমার পক্ষ থেকে তা পরিশোধ করে দেবেন। বল,

اللّهُـمَّ اكْفِـني بِحَلالِـكَ عَنْ حَـرامِـك، وَأَغْنِـني بِفَضْـلِكِ عَمَّـنْ سِـواك
‘আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা আন হারা-মিকা, ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক।’

"হে আল্লাহ তুমি তোমার হারাম বস্তু হতে বাঁচিয়ে তোমার হালাল রিযিক দ্বারা আমাকে পরিতুষ্ট করে দাও ।( হালাল রুজিই যেন আমার জন্য যথেষ্ট হয় ) এবং হারামের দিকে যাওয়ার প্রয়োজন এবং প্রবণতা বোধ না করি এবং তোমার অনুগ্রহ অবদান দ্বারা তুমি ভিন্ন অন্য সকল হতে আমাকে অমুখাপেক্ষী করে দাও। ( তুমি ছাড়া যেন আমাকে আর কারো মুখাপেক্ষী
হতে না হয় )।"

[তিরমিযী ৫/৫৬০, হিসনুল মুসলিম পৃষ্ঠা ১৫৬]
2) শত্রুর মোকাবেলায় দু‘আ করুনঃ
اللَّهُمَّ مُنْزِلَ الكِتَابِ سَريعَ الحِسابِ اهْزِمَ الأَحْزَابَ اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
আল্লা-হুম্মা মুনযিলাল কিতা-বি সারীআ’ল হি’সা-বি ইহযিমিল আহ’যা-ব। আল্লা-হুম্মাহযিমহুম ওয়া যালযিলহুম।
হে আল্লাহ, কিতাব নাযিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী! আপনি শত্রুবাহিনীকে পরাজিত করুন। হে আল্লাহ! আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিন।
মুসলিমঃ ৩/১৩৬২, হাদীস নং- ১৭৪২।
3)

اَللهم إِنِّي أَسْأَلُكَ الهُدَى، وَالتُّقَى، وَالعَفَافَ، وَالغِنَى
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নি আস-আলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আ'ফাফা ওয়াল গি’না।
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট হেদায়েত, তাকওয়া, সুস্থতা ও
স্বনির্ভরতা/অভাব-মুক্তি প্রার্থনা করছি।

=======================================
মুসলিম ২৭২১, তিরমিযী ৩৪৮৯, ইবনু মাজাহ ৩৮৩২, আহমাদ ৩৬৮৪।

No comments:

Post a Comment