Saturday, August 3, 2013

Prophet VS Gold


Prophet  VS   Gold

 নবী বনাম সোনা 



 আবূ সিরওয়াআহ্ উকবা বিন হারেস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মদীনায় রাসূলুল্লাহ (সাঃ)-এর পেছনে আসরের সালাত আদায় করেছি। সালাম ফেরানোর পর তিনি ব্যস্ত হয়ে উঠলেন এবং লোকদের ঘাড়ের উপর দিয়ে ডিঙ্গিয়ে তাঁর স্ত্রীদের কোন এক কক্ষে প্রবেশ করলেন। তাঁর এই ব্যস্ততা দেখে সকলেই শঙ্কা বোধ করতে থাকল। ফিরে এসে তিনি দেখলেন তাঁর এ ব্যস্ততায় লোকেরা হতভম্ব হয়ে গিয়েছে। তাই তিনি বললেন, আমার কাছে রক্ষিত কিছু স্বর্ণের কথা মনে পড়ে গেল (যে সেগুলো ঘরেই রয়ে গেছে)।- এই স্বর্ণ আমাকে আল্লাহর পথে মনোযোগ দানে বাধা দান করুক, তা আমি পছন্দ করতে পারিনি। তাই সেগুলোকে বিতরণ করে দেয়ার নির্দেশ দিয়ে আসলাম।” --------- সহীহ বুখারী: ৮৫১, ১২২১
----------------------------------------------------------------------

ব্যবহৃত অলংকারে যাকাত---

নারীর ব্যবহৃত অলংকারে যাকাত ফরয।
নারীর ব্যবহারিক অলংকারের যাকাত সম্পর্কে হাদীছে এসেছে,
আমর ইবনু শু‘আইব (রাঃ) হতে বর্ণিত, এক মহিলা তার কন্যাসহ রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকটে আসলেন। তার কন্যার হাতে মোটা দু’টি স্বর্ণের বালা ছিল। তিনি তাকে বললেন, তুমি কি এর যাকাত দাও? মহিলাটি বললেন, না। তখন রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, তুমি কি পসন্দ কর যে, ক্বিয়ামতের দিন আল্লাহ তা‘আলা এর পরিবর্তে তোমাকে এক জোড়া আগুনের বালা পরিধান করান? রাবী বলেন, একথা শুনে মেয়েটি তার হাত থেকে তা খুলে নবী (ছাঃ)-এর সামনে রেখে দিয়ে বলল, এ দু’টি আল্লাহ ও তাঁর রাসূলের জন্য ।
(আবূদাউদ হা/১৫৬৩, ‘যাকাত’ অধ্যায়, ‘গচ্ছিত সম্পদ ও অলংকারের যাকাত’ অনুচ্ছেদ, সনদ হাসান)।
অন্য হাদীছে বর্ণিত আছে, মা আয়েশা (রাঃ) বলেন,
‘একদা রাসূলুল্লাহ (ছাঃ) আমার নিকট উপস্থিত হয়ে আমার হাতে রূপার বড় বড় আংটি দেখতে পান এবং বলেন, হে আয়েশা! এটা কি? আমি বললাম, হে রাসূল (ছাঃ)! আপনার উদ্দেশ্যে সৌন্দর্য্য বর্ধনের জন্য তা তৈরী করেছি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি এর যাকাত দাও? আমি বললাম, না অথবা আল্লাহ্র যা ইচ্ছা ছিল। তিনি বললেন, তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট

(আবূদাউদ হা/১৫৬৫, সনদ ছহীহ)। Source LINK 

No comments:

Post a Comment