দাম্পত্য জীবন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
ﺇﻥَّ ﻣﻦ ﺃﺷﺮِّ ﺍﻟﻨَّﺎﺱِ ﻋﻨﺪَ ﺍﻟﻠَّﻪِ ﻣﻨﺰﻟﺔً ﻳﻮﻡَ ﺍﻟﻘﻴﺎﻣﺔِ ﺍﻟﺮَّﺟُﻞَ ﻳﻔﻀﻲ ﺇﻟﻰ ﺍﻣﺮﺃﺗِﻪِ ﻭﺗُﻔﻀﻲ ﺇﻟﻴْﻪِ ﺛﻢَّ ﻳﻨﺸُﺮُ ﺳﺮَّﻫﺎ
ﺍﻟﺮﺍﻭﻱ: ﺃﺑﻮ ﺳﻌﻴﺪ ﺍﻟﺨﺪﺭﻱ ﺍﻟﻤﺤﺪﺙ:ﻣﺴﻠﻢ - ﺍﻟﻤﺼﺪﺭ: ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ - ﺍﻟﺼﻔﺤﺔ ﺃﻭ ﺍﻟﺮﻗﻢ : 1437
ﺧﻼﺻﺔ ﺣﻜﻢ ﺍﻟﻤﺤﺪﺙ: ﺻﺤﻴﺢ
‘‘কিয়ামতের দিন আল্লাহর নিকট সর্ব নিকৃষ্ট স্থানের অধিকারীদের মধ্যে সে ব্যক্তি অন্যতম, যে স্বামী-স্ত্রী পরস্পরে একান্ত নিবিড় ভাবে মিলত হয় তারপর তাদের গোপনীয় বিষয়গুলো মানুষের কাছে প্রকাশ করে দেয়।” ----------- (সহীহ মুসলিম/১৪৩৭)
No comments:
Post a Comment