Saturday, September 24, 2022

FB Islamic Posts : 2022:September: A

C/O,   জীবন ও ইসলাম (Life & Islam) ....

 FB Islamic Posts : 2022:September:A 


001) হাদিসের নামে জালিয়াতি

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। 

..................................................

মুমিনের কালব আল্লাহর আরশ !

সমাজের বহুল প্রচলিত একটি বাক্য: “মুমিনের হৃদয় আল্লাহর আরশ”: ‘বাড়ির পাশে আরশি নগর’!! এ বিষয়ে বিভিন্ন বাক্য প্রচলিত, যেমন:

الْـقَـلْـبُ بَـيْـتُ الـرَّبِّ : হৃদয় প্রভুর বাড়ি।

قَلْـبُ الْمُـؤْمِنِ عَـرْشُ اللهِ : মুমিনের হৃদয় আল্লাহর আরশ।

مَا وَسِعَنِيْ أَرْضِيْ وَلاَ سَمَائِيْ وَلَكِنْ وَسِعَنِيْ قَلْبُ عَبْدِيْ الْمُؤْمِن

আমার যমিন এবং আমার আসমান আমাকে ধারণ করতে পারে নি, কিন্তু আমার মুমিন বান্দার কলব বা হৃদয় আমাকে ধারণ করেছে।

এগুলো সবই বানোয়াট হাদীস। কোনো কোনো আলিম বাক্যগুলি তাঁদের গ্রন্থে সনদবিহীনভাবে হাদীস হিসাবে উল্লেখ করেছেন। মুহাদ্দিসগণ অনেক গবেষণা করেও এগুলোর কোন সনদ পান নি, বা কোন হাদীসের গ্রন্থে এগুলোর উল্লেখ পান নি। এগুলি সনদবিহীন জাল কথা। ১.

-------------

 ১.মোল্লা আলী কারী, আল আসরার, ১৭০ ও ২০৬ পৃ; আল-মাসনূয়, ১০০ ও ১৩০ পৃ; যারকানী, মুখতাসারুল মাকাসিদ ১৪৬ ও ১৭১ পৃ; আহমাদ ইবন তাইমিয়া, আহাদীসুল কুসসাস, ৫৩-৫৫ পৃ; সাখাবী, আল-মাকাসিদ আল-হাসানা, ৩১৫ ও ৩৭৪ পৃ; ইবনু র্আরাক, তানযীহ ১/১৪৮।

হাদিসের নামে জালিয়াতি

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। 

002) আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন তথা জামাআতে ইসলামি হিন্দ এর প্রাক্তন আমীর জনাব মাওলানা সৈয়দ জালালুদ্দিন উমরি সাহেব ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 

003) Allah is never late. His assistance always comes at the right time. All you need is faith and patience. 

004) ১৩ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি।   

005) কোরআনের ১০০টি সুন্দর সোনালী উপদেশ ...

১। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে উল্লেখ ক'রনা ও সত্য গোপন ক'রনা। [সূরা বাকারা ২:৪২]

২। সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো। [সূরা বাকারা ২:৪৪]

৩। পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:৬০]

৪। কারো মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:১১৪]

৫। কারো অন্ধ অনুসরণ করো না। [সূরা বাকারা ২:১৭০]

৬। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। [সূরা বাকারা ২:১৭৭]

৭। ঘুষ আদান-প্রদানে লিপ্ত হয়ো না। [সূরা বাকারা ২:১৮৮]

৮। সীমালংঘন ক'রোনা কেননা আল্লাহ সীমালংঘন কারীকে পছন্দ করেননা [সূরা বাকারা ২:১৯০]

৯। আল্লাহর রাস্তায় ব্যয় ক'র [সূরা বাকারা ২:১৯৫]

১০। অনাথদের রক্ষণাবেক্ষণ করো। [সূরা বাকারা ২:২২০]

১১। রজঃস্রাব কালে যৌনসঙ্গম করো না। [সূরা বাকারা ২:২২২]

১২। শিশুকে পূর্ণ দুই বছর দুগ্ধপান করাও। [সূরা বাকারা ২:২৩৩]

১৩। সৎগুণ দেখে শাসক নির্বাচন করো। [সূরা বাকারা ২:২৪৭]

১৪। দ্বিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। [সূরা বাকারা ২:২৫৬]

১৫। প্রতিদান কামনা করে দানকে বিনষ্ট করো না। [সূরা বাকারা ২:২৬৪]

১৬। প্রয়োজনে সহযোগিতা করো। [সূরা বাকারা ২:২৭৩]

১৭। সুদ গ্রহণ ক'রনা। [সূরা বাকারা ২:২৭৫]

১৮। যদি ঋণীঅভাবগ্রস্ত হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। [সূরা বাকারা ২:২৮০]

১৯। ঋণের বিষয় লিখে রাখো। [সূরা বাকারা ২:২৮২]

২০। আমানত রক্ষা করো। [সূরা বাকারা ২:২৮৩]

২১। গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। [সূরা বাকারা ২:২৮৩]

২২। সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। [সূরা বাকারা ২:২৮৫]

২৩। আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেননা, সে তাই পায় যা তার অর্জন [সূরা বাকারা ২:২৮৬]

২৪। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না। [সূরা আল-ইমরান ৩:১০৩]

২৫। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে।

[সূরা আল-ইমরান ৩:১০৪]

২৬। রূঢ় ভাষা ব্যবহার করো না। [সূরা আল-ইমরান ৩:১৫৯]

২৭। এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো। [সূরা আল-ইমরান ৩:১৯১]

২৮। পুরুষ ও নারী উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। [সূরা আল-ইমরান ৩:১৯৫]

২৯। মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বন্টন করতে হবে। [সূরা নিসা ৪:৭]

৩০। সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অধিকার আছে। [সূরা নিসা ৪:৭]

৩১। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। [সূরা নিসা ৪:১০]

৩২। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না। [সূরা নিসা ৪:২৩]

৩৩। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। [সূরা নিসা ৪:২৯]

৩৪। পরিবারের উপর কর্তৃত্বের এবং অর্থ ব্যয় করার দায়ভার পুরুষ বহন করবে। [সূরা নিসা ৪:৩৪]

৩৫। অন্যদের জন্য সদাচারী হও। [সূরা নিসা ৪:৩৬]

৩৬। কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্যের শিক্ষা দিওনা । [সূরা নিসা ৪:৩৭]

৩৭। বিদ্বেষী হয়ো না। [সূরা নিসা ৪:৫৪]

৩৮। মানুষের সাথে ন্যায়বিচার করো। [সূরা নিসা ৪:৫৮]

৩৯। একে অপরকে হত্যা করো না। [সূরা নিসা ৪:৯২]

৪০। বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। [সূরা নিসা ৪:১০৫]

৪১। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো। [সূরা নিসা ৪:১৩৫]

৪২। সৎকার্যে পরস্পরকে সহযোগিতা করো। [সূরা মায়িদা ৫:২]

৪৩। সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। [সূরা মায়িদা ৫:২]

৪৪। মৃত পশু, রক্ত ও শূয়োরের মাংস নিষিদ্ধ। [সূরা মায়িদা ৫:৩]

৪৫। সৎপরায়ণ হও। [সূরা মায়িদা ৫:৮]

৪৬। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। [সূরা মায়িদা ৫:৩৮]

৪৭। পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় করোনা। [সূরা মায়িদা ৫:৬৩]

৪৮। মাদক দ্রব্য বর্জন করো। [সূরা মায়িদা ৫:৯০]

৪৯। জুয়া খেলো না। [সূরা মায়িদা ৫:৯০]

৫০। ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদের গালমন্দ করো না। [সূরা মায়িদা ৫:১০৮]

৫১। আধিক্য সত্যের মানদণ্ড নয়। [সূরা আন’আম ৬:১১৬]

৫২। মানুষকে প্রতারণা করার জন্য ওজনে কম দিও না। [সূরা আন’আম ৬:১৫২]

৫৩। অহংকার করো না। [সূরা আ’রাফ ৭:১৩]

৫৪। পানাহার করো, কিন্তু অপচয় করো না। [সূরা আ’রাফ ৭:৩১]

৫৫। সালাতে উত্তম পোশাক পরিধান করো। [সূরা আ’রাফ ৭:৩১]

৫৬। অন্যদের ত্রুটিবিচ্যুতি ক্ষমা করো। [সূরা আ’রাফ ৭:১৯৯]

৫৭। যুদ্ধে ভীত হয়ে পশ্চাদ্‌মুখী হয়ো না। [সূরা আনফাল ৮:১৫]

৫৮। যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও। [সূরা তওবা ৯:৬]

৫৯। পবিত্র থেকো। [সূরা তওবা ৯:১০৮]

৬০। আল্লাহ্‌ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। [সূরা ইউসুফ ১২:৮৭]

৬১। যারা অজ্ঞতাবশত ভুলত্রুটি করে আল্লাহ্‌ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। [সূরা নাহ্‌ল ১৬:১১৯]

৬২। জ্ঞান ও প্রজ্ঞা ও উত্তম যুক্তি দ্বারা আল্লাহ্‌ তা'আলার প্রতি আহ্বান করো। [সূরা নাহ্‌ল ১৬:১২৫]

৬৩। কেউ কারো পাপের বোঝা বহন করবে না। [সূরা ইসরা ১৭:১৫]

৬৪। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। [সূরা ইসরা ১৭:২৩]

৬৫। পিতামাতাকে অশ্রদ্ধা করে "উহ!" শব্দটিও বলো না এবং তাদের জন্য দো'আ কর [সূরা ইসরা ১৭:২৩ ও ২৪]

৬৬। অর্থ অপচয় করো না। [সূরা ইসরা ১৭:২৯]

৬৭। দারিদ্রের আশঙ্কায় সন্তানসন্ততিকে হত্যা করো না। [সূরা ইসরা ১৭:৩১]

৬৮। অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ো না। [সূরা ইসরা ১৭:৩২]

৬৯। যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হয়ো না। [সূরা ইসরা ১৭:৩৬]

৭০। শান্তভাবে কথা বলো। [সূরা ত্বা-হা ২০:৪৪]

৭১। অনর্থ জিনিস থেকে দূরে থেকো। [সূরা মু’মিনুন ২৩:৩]

৭২। অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না। [সূরা নূর ২৪:২৭]

৭৩। পুরুষ ও নারী উভয়ে নিজের দৃষ্টিকে অবনত রেখে নিজের গোপনাংগ হিফাজত করবে, নারীরা নিজেদেরকে ঢেকে (পর্দা) রাখবে [সূরা নূর ২৪:৩০ ও ৩১]

৭৪। বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না। [সূরা নূর ২৪:৫৮]

৭৫। বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচরণ করো। [সূরা ফুরকান ২৫:৬৩]

৭৬। এই পৃথিবীতে মানুষের প্রতি অনুগ্রহ ক'র এবং অনর্থ সৃষ্টি ক'রনা [সূরা কাসাস ২৮:৭৭]

৭৭। আল্লাহ্‌র সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে ডেকো না। [সূরা কাসাস ২৮:৮৮]

৭৮। সমকামিতায় লিপ্ত হয়ো না। [সূরা আন্‌কাবুত ২৯:২৯]

৭৯। সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে নিষেধ করো। [সূরা লোকমান ৩১:১৭]

৮০। দম্ভভরে ভুপৃষ্ঠে বিচরণ করো না। [সূরা লোকমান ৩১:১৮]

৮১। কণ্ঠস্বর অবনমিত রেখো। [সূরা লোকমান ৩১:১৯]

৮২। নারীরা যেন অন্ধকার যুগের মত অন্যকে প্রদর্শনের উদ্দেশ্যে তাদের সৌন্দর্য মেলে না ধরে। [সূরা আহ্‌যাব ৩৩:৩৩]

৮৩। আল্লাহ্‌ তাআলা যাবতীয় পাপ মোচন করে দিতে পারেন। [সূরা যুমার ৩৯:৫৩]

৮৪। আল্লাহ্‌ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। [সূরা যুমার ৩৯:৫৩]

৮৫। ভালো দ্বারা মন্দ প্রতিহত করো। [সূরা হা-মিম সাজদা ৪১:৩৪]

৮৬। যেকোনো বিষয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নাও। [সূরা শূরা ৪২:৩৮]

৮৭। মানুষের সাথে মানিয়ে চলার চেষ্টা করো। [সূরা হুজরাত ৪৯:৯]

৮৮। কাউকে পরিহাস করো না। [সূরা হুজরাত ৪৯:১১]

৮৯। সন্দেহ থেকে বিরত থেকো। [সূরা হুজরাত ৪৯:১২]

৯০। পরনিন্দা করো না। [সূরা হুজরাত ৪৯:১২]

৯১। সবচেয়ে আল্লাহ্‌ভীরু ব্যক্তিই সবচেয়ে সম্মানীয়। [সূরা হুজরাত ৪৯:১৩]

৯২। অতিথির সম্মান করো। [সূরা যারিয়াত ৫১:২৬]

৯৩। দাতব্যকার্যে অর্থ ব্যয় করো। [সূরা হাদিদ ৫৭:৭]

৯৪। দ্বীনের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নেই। [সূরা হাদিদ ৫৭:২৭]

৯৫। জ্ঞানীজনকে আল্লাহ্‌ তাআলা সুউচ্চ মর্যাদায় উন্নীত করবেন। [সূরা মুজাদালাহ্‌ ৫৮:১১]

৯৬। অমুসলিমদের সাথে সদয় ও ন্যায় আচরণ করো। [সূরা মুমতাহিনাহ্‌ ৬০:৮]

৯৭। লোভ-লালসা থেকে সুরক্ষিত থেকো। [সূরা তাগাবুন ৬৪:১৬]

৯৮। আল্লাহ্‌ তাআলার নিকট ক্ষমাপ্রার্থনা করো। তিনি মহাক্ষমাশীল ও অসীম দয়ালু। [সূরা মুযযাম্মিল ৭৩:২০]

৯৯। ভিক্ষুককে ধমক দিও না। [সূরা যুহা ৯৩:১০]

১০০। অভাবগ্রস্তকে খাদ্যদানের প্রতি উৎসাহ প্রদান করো। [সূরা মা’ঊন ১০৭:৩]

হে আল্লাহ! কূর'আনের আলোয় আমাদেরকে আপনার পছন্দনীয় শান্তির জীবন গড়তে সাহায্য করুন। আল্লাহুম্মা আমিন।

Collected

006) আবু হুরায়রা (রা) বলেন, রাসুল (সা) বলেছেন,

সাত শ্রেণীর লোককে আল্লাহ সুবাহানওয়া তা'আলা তাঁর ছায়া দিবেন, যেদিন (বিচার দিবসে) তাঁর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না ।

(০১) ন্যায় পরায়ণ শাষক,

(০২) সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে,

(০৩) সে ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সেখান থেকে বের হয়ে আসার পর তথায় ফিরে না যাওয়া পর্যন্ত,

(০৪) এমন দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে । আল্লাহুর ওয়াস্তে উভয়ে মিলিত হয় এবং তাঁর জন্যই পৃথক হয়ে যায়,

(০৫) এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তাঁর চক্ষু অশ্রু বিসর্জন দিতে থাকে,

(০৬) এমন ব্যক্তি যাকে কোন সভ্রান্ত সুন্দরী নারী আহবান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি এবং

(০৭) সে ব্যক্তি যে গোপনে দান করে এমনকি তাঁর বাম হাত জানতে পারে না তাঁর ডান হাত কি দান করে ।”

[বুখারী, মুসলিম, মিশকাত হা/ ৬৪৯] 

007) الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ أُولَـٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا ۚ لَّهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ  

সে সমস্ত লোক যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রুযী দিয়েছি তা থেকে ব্যয় করে।

তারাই হল সত্যিকার ঈমানদার! তাদের জন্য রয়েছে স্বীয় পরওয়ারদেগারের নিকট মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রুযী।

http://www.quraanshareef.org/Surah-Al-Anfal

008) يَسْأَلُونَكَ عَنِ الْأَنفَالِ ۖ قُلِ الْأَنفَالُ لِلَّهِ وَالرَّسُولِ ۖ فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ ۖ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ

আপনার কাছে জিজ্ঞেস করে, গনীমতের হুকুম। বলে দিন, গণীমতের মাল হল আল্লাহর এবং রসূলের। অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং নিজেদের অবস্থা সংশোধন করে নাও। আর আল্লাহ এবং তাঁর রসূলের হুকুম মান্য কর, যদি ঈমানদার হয়ে থাক। // http://www.quraanshareef.org/Surah-Al-Anfal 
009) নারী পুরুষের কাফনের কাপড়ে ভিন্নতা।  
010) আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, কেবল শুক্রবার আরাফাতের দিন হলে সেই হজ্জকে ‘হজ্জে আকবার’ বলা যাবে না। এটা ভুল বিশ্বাস। 
011) “وَالكاظِمينَ الغَيظَ وَالعافينَ عَنِ النّاسِ وَاللَّهُ يُحِبُّ المُحسِنينَ”
012) বাংলাদেশে ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তক মুফতি আব্দুর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের দায়িত্বে ছিলেন। 
B) ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান ১৯২০ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ইমামনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম চাঁন মিয়া। তিনি নাজিরহাট বড় মাদ্রাসা ও জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়া সমাপ্ত করেন। ১৯৫০ সালে তিনি দারুল উলুম দেওবন্দে কওমি মাদ্রাসা পাঠ্যক্রমের সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস কৃতিত্বের সঙ্গে পাস করেন। তিনি দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগের প্রথম ডিগ্রি লাভকারী মুফতি।
013) সুদ দিয়ে বাড়ি কেনা বা ব্যবসা করা প্রসঙ্গে
https://www.youtube.com/watch?v=5Z2rDItR13s&list=PLADwpOeTfPrklpUeago1A1rOLtu6JI73S
014) “لا تَقْنَطوْا من رَحْمَةِ اللّهِ إنّ اللّهَ يَغفِرُ الذُنوبَ جَميعَاً”
015) বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের মনে করেন,
স্টার জলসাসহ কয়েকটি ভারতীয় চ্যানেলে দেখানো সিরিয়ালগুলো দেখে বাংলাদেশে পারিবারিক কোন্দল বাড়ছে।” 
016) “আমি যদি সত্যিই সন্ত্রাস ছড়াতাম,
—-লাখ লাখ সন্ত্রাসী হয়ে যেতো এতদিন”
↔ ↔ ↔ ↔ ↔ –ডাঃ জাকির নায়েক 
017) Narrated Abu Mas'ud:
The Prophet (peace_be_upon_him) forbade the price paid for a dog, the hire paid to a prostitute, and the gift given to a soothsayer.
Sunan Abu Dawood 
018) Translation of Sunan Abu-Dawud, Book 17:
Wages (Kitab Al-Ijarah)
Book 17, Number 3413:
Narrated Alaqah ibn Sahar at-Tamimi:Alaqah passed by a clan (of the Arab) who came to him and said: You have brought what is good from this man. Then they brought a lunatic in chains. He recited Surat al-Fatihah over him three days, morning and evening. When he finished, he collected his saliva and then spat it out, (he felt relief) as if he were set free from a bond. They gave him something (as wages). He then came to the Prophet (peace_be_upon_him) and mentioned it to him. The Apostle of Allah (peace_be_upon_him) said: Accept it, for by my life, some accept it for a worthless charm, but you have done so far a genuine one.
https://www.iium.edu.my/deed/hadith/abudawood/017_sat.html 
019) "কুদৃষ্টির দরুন আমলের তাওফীক ছিনিয়ে নেয়া হয়" 
শাইখুল হাদীস হযরত মাওলানা যাকারিয়া রহ. বলেন, কুদৃষ্টি বড়ই বিধ্বংসী রোগ। আমার অনেক পরিচিতজনদের ওপর এর একটি অভিজ্ঞতা আমারও আছে। যিকিরে মনোনিবেশের ফলে শুরুতে স্বাদলাভ ও জোশের একটি অবস্থা সৃষ্টি হয়। কিন্তু কুদৃষ্টির কারণে ইবাদতের মিষ্টতা ও স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর ধীরে ধীরে তা ইবাদত ছুটতে থাকারও কারণ হয়ে দাঁড়ায়।
উদাহরণস্বরূপ, যদি কোনো সুস্থ যুবকের জ্বর আসে এবং তা ভালো হবার নামও না নেয়, তাহলে কমজোরি ও দুর্বলতার কারণে তার চলাফেরা করাই কষ্টকর হয়ে যায়। কোনো কাজই করতে ইচ্ছা হয় না। শুধু বিছানায় পড়ে থাকতে মন চায়। এমনইভাবে যে ব্যক্তি কুদৃষ্টির রোগে আক্রান্ত হয়, সে আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে। নেক কাজ করা তার জন্য কঠিন হয়ে যায়। অন্যভাবে বললে, তার থেকে আমলের তাওফীক ছিনিয়ে নেয়া হয়। নেক কাজ করার নিয়তও সে করে; কিন্তু কুদৃষ্টির কারণে নিয়ত ত্রুটিযুক্ত হয়ে যায়। কবি বলেন :
جلوہ بتوں کا دیکھ کر نیت بدل گئی تیار تھے نماز کو ہم سن کے ذکر حور ....
‘নামাযের জন্য তৈরি ছিলাম হরের কথা শুনে নিয়তখানা বদলে গেল (নারীর) ছায়ামূর্তি দেখে।'
বই : এখন যৌবন যার
শায়খ যুলফিকার আহমাদ নকশবন্দী হাফি.
020) "জাহান্নাম থেকে নাজাত পাওয়ার একটি রাস্তা হচ্ছে, সর্বদা ইস্তিগফার বা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা৷ ... 
021) হিন্দু ধর্মে পরকালবিদ্যা সম্পর্কে গরুড় পুরাণে বিভিন্ন ধরণের স্বর্গ ও নরকের বর্ণনা দেয়া আছে। পৃথিবীতে কৃতকার্যের উপর ভিত্তি করে কোন স্বর্গ বা নরক প্রাপ্তি হবে তা ঠিক হয়।
022) ডক্টর বেদ প্রকাশউপধ্যায় এই মন্ত্রের ব্যখ্যা করেনঃ তোমরা যদি নিজেদের সত্যিকারে হিন্দু দাবি করতে চাও, যদি সত্যিকার হিন্দু হতে চাও তাহলে দুইটি জিনিস তোমরা পুঙ্খানুপুঙ্খ মেনে নাও। 
১. যদি তোমাদের পাপ বা গুনাহ থেকে মুক্তি পেতে চাও তাহলে সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও। 
২. ঐ গুনাহ গুলোকে যদি নেকির দ্বারা পরিবর্তন করে বৈকুন্ঠ নামক স্বর্গ বা জান্নাত পেতে চাও তাহলে মোহাম্মদ সাঃ এর জীবন আদর্শ মেনে নাও।
" তদ্রকমহো কশো কয়াকত্ত মনুপস্যাৎ- দুনিয়াতে শান্তি ও পরকালে যদি মুক্তি পেতে চাও, মনুপস্যার সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও"। 
023) Hadith on Tawbah :
অনবরত তওবা করার সুফল …
যে অনবরত ক্ষমা চাইতে থাকে, আল্লাহ তা’আলা প্রত্যেক দুঃখ কষ্ট হতে তার জন্য একটা পথ বাহির করেন এবং প্রত্যেক চিন্তা হতে তার জন্য একটি শান্তির পথ বাহির করেন। তাকে এমন স্থান হতে রিযিক দেন যাহা সে মোটেও ধারণা করতে পারে না। — আবু দাউদ শরীফ 
done upto June-2022 
024) 



Section B 
H) 

G) 


الا بذكر الله تطمئن القلوب ....فاذكرونى أذكركم
সাবধান!  আল্লাহ্‌র   স্মরণে-ই   অন্তর প্রশান্তি পায়!.... তাই তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদেরকে স্মরণ করব। 


F) আলহামদুলিল্লাহ, আজকের নয়া দিগন্তে (Daily Naya Diganta) প্রকাশিত আর্টিকেল- 'নেয়ামতের কৃতজ্ঞতা'


E) ক্রোধের পরিবার  ....


D) "তু‌মি স‌ন্দেহযুক্ত জি‌নিস ছে‌ড়ে স‌ন্দেহমুক্ত জি‌নিস গ্রহণ কর।" (তির‌মিযী ২৫১৮)



শাইখুল হাদীস হযরত মাওলানা যাকারিয়া রহ. বলেন, কুদৃষ্টি বড়ই বিধ্বংসী রোগ। আমার অনেক পরিচিতজনদের ওপর এর একটি অভিজ্ঞতা আমারও আছে। যিকিরে মনোনিবেশের ফলে শুরুতে স্বাদলাভ ও জোশের একটি অবস্থা সৃষ্টি হয়। কিন্তু কুদৃষ্টির কারণে ইবাদতের মিষ্টতা ও স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর ধীরে ধীরে তা ইবাদত ছুটতে থাকারও কারণ হয়ে দাঁড়ায়।
উদাহরণস্বরূপ, যদি কোনো সুস্থ যুবকের জ্বর আসে এবং তা ভালো হবার নামও না নেয়, তাহলে কমজোরি ও দুর্বলতার কারণে তার চলাফেরা করাই কষ্টকর হয়ে যায়। কোনো কাজই করতে ইচ্ছা হয় না। শুধু বিছানায় পড়ে থাকতে মন চায়। এমনইভাবে যে ব্যক্তি কুদৃষ্টির রোগে আক্রান্ত হয়, সে আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে। নেক কাজ করা তার জন্য কঠিন হয়ে যায়। অন্যভাবে বললে, তার থেকে আমলের তাওফীক ছিনিয়ে নেয়া হয়। নেক কাজ করার নিয়তও সে করে; কিন্তু কুদৃষ্টির কারণে নিয়ত ত্রুটিযুক্ত হয়ে যায়। কবি বলেন :
جلوہ بتوں کا دیکھ کر نیت بدل گئی تیار تھے نماز کو ہم سن کے ذکر حور ....
‘নামাযের জন্য তৈরি ছিলাম হরের কথা শুনে নিয়তখানা বদলে গেল (নারীর) ছায়ামূর্তি দেখে।'
বই : এখন যৌবন যার
শায়খ যুলফিকার আহমাদ নকশবন্দী হাফি.
 


B) Surah Fatiha 



A) #AllahSWT ... 
আল্লাহর চেয়ে অধিক আত্ম-সম্মানবোধ আর কারো নাই , এ কারণে তিনি প্রকাশ্য ও গোপন অশ্লীলতাকে হারাম করেছেন ।
আল্লাহর চেয়ে অধিক এগিয়ে কেহ নাই যিনি প্রশংসা পছন্দ করেন । এজন্য তিনি নিজের প্রশংসা নিজেই করেছেন । আল্লাহর চেয়ে বেশী ওজরখাহী পছন্দ কারী কেহ নাই , এজন্য তিনি নবীদের পাঠিয়েছেন সুসংবাদ দাতা ও সতর্ক কারী হিসাবে । --- হাদীস ( বুখারী ও মুসলিম ) 


No comments:

Post a Comment