স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো আলিমগণের কিছু উপদেশ-
(১) শায়খ সুলায়মান আর-রুহাইলি হা'ফিজাহুল্লাহ বলেছেন, "যা কিছু তোমাকে আল্লাহর যিকির (আল্লাহর স্মরণ থেকে) দূরে সরিয়ে দেয় তা তোমার জন্য ফিতনাহ (পরীক্ষা, দুর্দশা, আল্লাহর আজাব)।"
[শারহ সহীহ মুসলিম, বাব ফিতনাহ ওয়া আশরাহ আস-সা'আ। ]
(২) ইমাম ইবনে রজব রহি'মাহুল্লাহ বলেছেন, "তাওহীদ হচ্ছে সবচাইতে মূল্যবান শিফা (ঔষধ বা চিকিতসা)। যদি এই ঔষধের শুধুমাত্র এক ফোটা পাহাড় সমান পাপ ও আল্লাহর অবাধ্যতার উপরে ফেলা হয় তাহলে সমস্ত পাপ নেকীতে পরিণত হবে।"
জামি' আল-উ'লুম ওয়াল হিকামঃ ২/৪১৭।
(৩) প্রখ্যাত তাবেয়ী বিদ্বান হাসান আল-বসরী রহি'মাহুল্লাহ বলেছেন, "যখন আমার চূড়ান্তভাবে এই ইয়াক্বীন (দৃঢ় বিশ্বাস) হলো যে, আমার রিযিক্ব আল্লাহর পক্ষ থেকে আসে, তখন আমার আত্মা প্রশান্তি খুঁজে পেল।" আল-হিলইয়াঃ ১০/৬৩।
(৪) ইমাম ইবনে আব্দুল বার রহি'মাহুল্লাহ বলেছেন, "অজ্ঞ লোকেরা যদি চুপ থাকতো তাহলে মানুষের মাঝে মতবিরোধ শেষ হতো।"
(৫) শায়খ মুহা'ম্মদ বিন সালিহ আল-উছাইমীন রহি'মাহুল্লাহ বলেছেন, "তোমরা অধিক পরিমাণে সন্তান নাও, এতে তোমাদের রিযিক্ব বৃদ্ধি পাবে।" শারহ রিয়াদুস-সালেহীনঃ ১/৯১।
(৬) ইমাম ইবনে তাইমিয়া রহি'মাহুল্লাহ বলেছেন, "একজন বিবাবিত নারীর জন্য তার পিতার আনুগত্যের চাইতে তার বরের প্রতি আনুগত্য উত্তম।" মাজমু' আল-ফাতাওয়াঃ ১০/৪২৮।
(৭) উমর ইবনে খাত্তাব রদিয়াল্লাহু আ'নহু বলেছেন, "আল্লাহর যিকির হচ্ছে শিফা (চিকিতসা, ঔষধ) আর মানুষের ব্যাপারে কথা বলা হচ্ছে ব্যাধি।" আয-যুহদঃ ৬৪৪।
(৮) মোল্লা আলী ক্বারী রহি'মাহুল্লাহ বলেছেন, "যখন কোন ব্যক্তি আল্লাহর অভিমুখী হয় তখন দুনিয়া তার দিকে ধাবমান হয়, সে দুনিয়া কামনা করুক বা না করুক।" মিরক্বাত আল-মাফাতিহ'।
(৯) ইমাম আশ-শাফেয়ী রহি'মাহুল্লাহ বলেছেন, "তোমার দায়-দায়িত্ব বাড়ার পূর্বেই তুমি ইবাদতের পরিমাণ বৃদ্ধি করো। কেননা, তোমার ব্যস্ততা বেড়ে গেlলে তখন তুমি অধিক পরিমাণে আল্লাহর ইবাদত করার সময় পাবেনা।" আস-সিয়ার আলাম আন-নুবালাঃ ১০/৪৯।
Source Link
(১) শায়খ সুলায়মান আর-রুহাইলি হা'ফিজাহুল্লাহ বলেছেন, "যা কিছু তোমাকে আল্লাহর যিকির (আল্লাহর স্মরণ থেকে) দূরে সরিয়ে দেয় তা তোমার জন্য ফিতনাহ (পরীক্ষা, দুর্দশা, আল্লাহর আজাব)।"
[শারহ সহীহ মুসলিম, বাব ফিতনাহ ওয়া আশরাহ আস-সা'আ। ]
(২) ইমাম ইবনে রজব রহি'মাহুল্লাহ বলেছেন, "তাওহীদ হচ্ছে সবচাইতে মূল্যবান শিফা (ঔষধ বা চিকিতসা)। যদি এই ঔষধের শুধুমাত্র এক ফোটা পাহাড় সমান পাপ ও আল্লাহর অবাধ্যতার উপরে ফেলা হয় তাহলে সমস্ত পাপ নেকীতে পরিণত হবে।"
জামি' আল-উ'লুম ওয়াল হিকামঃ ২/৪১৭।
(৩) প্রখ্যাত তাবেয়ী বিদ্বান হাসান আল-বসরী রহি'মাহুল্লাহ বলেছেন, "যখন আমার চূড়ান্তভাবে এই ইয়াক্বীন (দৃঢ় বিশ্বাস) হলো যে, আমার রিযিক্ব আল্লাহর পক্ষ থেকে আসে, তখন আমার আত্মা প্রশান্তি খুঁজে পেল।" আল-হিলইয়াঃ ১০/৬৩।
(৪) ইমাম ইবনে আব্দুল বার রহি'মাহুল্লাহ বলেছেন, "অজ্ঞ লোকেরা যদি চুপ থাকতো তাহলে মানুষের মাঝে মতবিরোধ শেষ হতো।"
(৫) শায়খ মুহা'ম্মদ বিন সালিহ আল-উছাইমীন রহি'মাহুল্লাহ বলেছেন, "তোমরা অধিক পরিমাণে সন্তান নাও, এতে তোমাদের রিযিক্ব বৃদ্ধি পাবে।" শারহ রিয়াদুস-সালেহীনঃ ১/৯১।
(৬) ইমাম ইবনে তাইমিয়া রহি'মাহুল্লাহ বলেছেন, "একজন বিবাবিত নারীর জন্য তার পিতার আনুগত্যের চাইতে তার বরের প্রতি আনুগত্য উত্তম।" মাজমু' আল-ফাতাওয়াঃ ১০/৪২৮।
(৭) উমর ইবনে খাত্তাব রদিয়াল্লাহু আ'নহু বলেছেন, "আল্লাহর যিকির হচ্ছে শিফা (চিকিতসা, ঔষধ) আর মানুষের ব্যাপারে কথা বলা হচ্ছে ব্যাধি।" আয-যুহদঃ ৬৪৪।
(৮) মোল্লা আলী ক্বারী রহি'মাহুল্লাহ বলেছেন, "যখন কোন ব্যক্তি আল্লাহর অভিমুখী হয় তখন দুনিয়া তার দিকে ধাবমান হয়, সে দুনিয়া কামনা করুক বা না করুক।" মিরক্বাত আল-মাফাতিহ'।
(৯) ইমাম আশ-শাফেয়ী রহি'মাহুল্লাহ বলেছেন, "তোমার দায়-দায়িত্ব বাড়ার পূর্বেই তুমি ইবাদতের পরিমাণ বৃদ্ধি করো। কেননা, তোমার ব্যস্ততা বেড়ে গেlলে তখন তুমি অধিক পরিমাণে আল্লাহর ইবাদত করার সময় পাবেনা।" আস-সিয়ার আলাম আন-নুবালাঃ ১০/৪৯।
Source Link
No comments:
Post a Comment